আমাদের কথা খুঁজে নিন

   

অপু তানভীরের মন খারাপ !!

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! বুকের ভেতরের সেই গুমট ভাবটা ফেরৎ এসেছে । অনেকদিন পর । অনেকদিন আমি খুব ভাল ছিলাম । খুব বেশি ভাল ছিলাম । মনের আনন্দে গল্প লিখতাম ।

ব্লগারদের লেখা পড়তাম । কি চমৎকারই না দিন গুলো ছিল । অবশ্য মন ভাল থাকার সব থেকে কারন ছিল সে । কিন্তু সেই দিনের সমাপ্তি হয়েছে আজ । মন খারাপের দিনের আগমন ঘটেছে ।

আমার মন খারাপের দিন । আমি মাঝে মাঝে খুব অবাক হই এই ভেবে যে কিভাবে অন্য একজন আমার ভাল থাকা কিংবা খারাপ থাকা নির্ধারন করছে । আমার হাতে যেন কিছু নেই । সব কিছু কেবল তার হাতে । আগে তো কেবল সে নিজেই এটা করতো ।

মানে তার আচরন গুলো আমার মন খারাপ করতো এখন আরো একধাপ এগিয়ে আমার মন বড় বেগানা আমি তরে চিনি না । হাল বিনা মন নিয়ে একটু প্রেম নিয়ে কাটাবো আমি চিরো কাল হায় সকাল হায় সকাল হায় বিকাল হায় বিকাল আমার সকাল ভাল লাগে না দুপুর ভাল লাগে না আসে না কেন বিকাল????? ছোট্ট বিকালে একটু প্রেম খেলে কাটাবো আমি চিরোকাল...... কি অদ্ভুদ একটা গান !! সকাল ভাল লাগে না । কাল রাতেই শুনেছিলাম অর্কের বিয়ে হয়ে গেছে । প্রথমে বিশ্বাস হয় নি । কিন্তু আজ ওর মুখ থেকে শুনলাম সত্যি ও বিয়ে করেছে ।

বাবা মার ইচ্ছায় এবং নিজের পছন্দের মেয়েকে !! মেয়ে বাইরে থাকতো কেবল ওকে বিয়ে করার জন্য দেশে এসেছে । ওয়াও!! ওর সাথে কথা বলে ফোন রাখলাম । তারপো থেকেই মনটা কেমন বিষন্ন হয়ে গেল । কি চমৎকার একটা ব্যাপার !! একজন কে কাছে পাবার জন্য সেই সুদুর আমেরিকা থেকে চলে এসেছে । শুধু ভালবাসার জন্য !! এমন ভালবাসা দেখলে মনটা খারাপ হয়ই বইকি !!! মন বলে আামর কে কি কেউ ওমন করে ভালবাসবে !!!!! আমার জন্য ও কি কেই এমন টা করবে??? আমি যেমন তাকে কাছে পাবার জন্য সব কিছুর সাথে লড়াই করতে প্রস্তুত , সেও কি লড়বে আমার জন্য ........ আমি জানি সে লড়বে না ।

আমি জানি সে লড়বে না । আমার সকাল ভাল লাগে না, আমার দুপুর ভাল লাগে না , আসে না কেন বিকাল........ সত্যি আমার মন সকাল আর দুপুরেই সব থেকে খারাপ থাকে । এই দুইটা সময়ে আমার কিছুই করার থাকে না ওর কথা ভাবা ছাড়া .... আর যতই আমি ভাবু ততই আমার মন খারাপ হয়...চিৎকার করে কাঁদতে ইচ্ছা হয় । কিন্তু পারি না । নিজের মন খারাপ টা কিছুতেই বের করে দিতে পারি না নজের থেকে !! বুকের ভিতরেই আটকে থাকে !! আমার সকাল ভাল লাগে না, আমার দুপুর ভাল লাগে না , আসে না কেন বিকাল........ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।