আমাদের কথা খুঁজে নিন

   

আ টেল অব টু ব্রীজেস.....(ফোটোব্লগ)

ফিরবে পথের কোলাহলে...আমার এ গান পথ দেখাবে...নতুন দিনের মিছিলে.... টানা তিনদিনের ছুটিতে ঈশ্বরদী হয়ে গিয়েছিলাম pakshi তে অবস্থিত লালন শাহ ব্রীজ সংলগ্ন রিসর্ট এ। এই রিসর্ট টার খবর অনেকেই জানে না। যমুনা রিসোর্টের সমকক্ষ এই রিসোর্ট টিতে যেতে হলে দরকার হবে স ও জ "র চেনাশুনা কাউকে। অথবা যেকোন সরকারী উর্ধ্বতন কানেকশন ( আমি কিভাবে গেলাম তা আর এবেলা না বলি, তবে সেটা এ দুয়ের কোনটা থেকেই না) যেহেতু ফোটোব্লগ তাই কথা হবে কম........ যাত্রা হল শুরু হার্ডিন্জ ব্রীজ লালন শাহ ব্রীজ গোধুলীর আলোয় লালন শাহ এবং হার্ডিন্জ স্টেশন থেকে দেখা হার্ডিন্জ.....১১৫ বছর ধরে মাথা উচু করে আছে ফেরার আগে আরেকবার ঘুরে দেখা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।