আমাদের কথা খুঁজে নিন

   

আরমাত্র একটি লেখা দরকার....

আরমাত্র ১টি লেখা পেলেই ইতি টানবো শত কবির বন্দনার ৩য় অংশের লিংকে লেখা দিন........................................................... "আসুন একটা কবিতা লিখি"-শত কবির বন্দনা....মূল ভাবনা আমার হলেও কাব্যগ্রন্থের নাম দিয়েছেন সজল-৯৫। এবং ভুমিকার অংশ বিশেষ লিখেছেন ব্লগার কালবেলার অকাল ভাবনা। ভুমিকায় সংযুক্ত হলো ব্লগার শায়মার লেখা। তাদের ধন্যবাদ জানাই। আসুন একটা কবিতা লিখি-শিরনামে একটি মৌলিক কবিতা লিখে পোস্ট করেছিলাম ২০১০ সালে ১৮ মে তারিখে।

এই পোস্টে ১৮ ই মে, ২০১০ রাত ১১:১৮ সবুজ অঙ্গন বলেছেন: চমৎকার আইডিয়া। সময়ে আরও কিছু ইতিহাস ঐতিহ্য সংযোজন করে এটাকে একটা মহৎ কবিতায় নিয়ে যাওয়া যাবে। ...এই মন্তব্য থেকে শরু করলাম...আমার ওই কবিতাটাই শতজন মিলে লেখার কাজ.. .তাই ব্লগার সবুজ অঙ্গন কে অনেক অনেক ধন্যবাদ...শত কবির বন্দনার অন্যতম কৃতিত্বের দাবীদার তিনি... সেই সাথে গত দুই বছর সময় ধরে বিভিন্ন এলাকার এখন পর্যন্ত ৯৮ জন কবি বন্ধু যারা সামুর ব্লগার আমার ডাকে সাড়া দিয়েছেন। সেজন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যোগাযোগ করার অনুরোধ রইলো মোবাইল: ০১৭১১ ৭০৮০৮৬।

প্রথম অংশ Click This Link দ্বিতীয় অংশ Click This Link তৃতীয় অংশ Click This Link যারা লিখেছেন....... ( লেখক: (২)জীবনানন্দদাশের ছায়া ,(৩) রাজসোহান ,(৪)মোঃ খালিদ সাইফুল্লাহ্,(৫) পাহাড়ের কান্না , (৬)লুতফুল বারি পান্না, (৭)সোমহেপি, (৮)দেহপূজা, (৯)রিমঝিম বেষ্ট , (১০) রাজিবুল ইসলাম , (১১)অন্ধ আগন্তুক , (১২) শ্রীমান, (১৩) স্বপ্ন সওদাগর, (১৪)ওরাকল ,(১৫)ইলিয়াস সাগর ,(১৬) বাবুল হোসেইন , (১৭)কোয়ানটাম সায়েনস ,(১৮)শাওন ইমতিয়াজ , (১৯)জাফর বায়েজীদ,(২০)মনপবন , (২১)এবং অথবা আমি,(২২) মনিরুল হাসান, (২৩)নিভৃতচারী ,(২৪) অদ্ভুত শূন্যতা,(২৫) অসময়ের আমি ,(২৬)নুরুন নেসা বেগম ,(২৭) আদনান ফারাদী,(২৮)মুহসিন,(২৯) নীল ভোমরা,(৩০)তানভীর চৌধুরী পিয়েল,(৩১)নাঈম (৩২)জলকমল , (৩৩) নিস্সঙ্গ যোদ্ধা, (৩৪) আর.এইচ.সুমন , (৩৫)প্লাস_মাইনাস(৩৬)দুরন্ত স্বপ্নচারী ,(৩৭)ফকির ইলিয়াস, (৩৮)মাসুম আহমদ ১৪, (৩৯) কালপুরুষ ,(৪০)সৈয়দ নূর কামাল, (৪১)রাঙ্গাকলম,(৪২)সাইফ সামির,(৪৩)আসাদ /পারেভজ,(৪৪)আকাশদেখি, (৪৫)পঙ্খিরাজ,(৪৬) সজল হাজারি , (৪৭) রক্ত রঙ ,(৪৮) জুন, (৪৯) কাঠফুল , (৫০)শাহেদ খান , (৫১)ইসমাইল চৌধুরী , (৫২)আশরাফুল ইসলাম দূর্জয়, (৫৩)শামীম শরীফ সুষম, (৫৪)হারুন আল নাসিফ (৫৫)ফকির আবদুল মালেক , (৫৬)জিয়া চৌধুরী ,(৫৭)আজম মাহমুদ,(৫৮) আজাদ আল্-আমীন,(৫৯) মাধব ,(৬০)জাভেদ জামাল,(৬১)প্লেটো,(৬২)সাদাকালামন,(৬৩) আমি উঠে এসেছি সৎকারবিহীন,(৬৪)হোদল রাজা,(৬৫) ১৯৭১স্বাধীনতা,(৬৬) অগ্নিলা, (৬৭)মিয়াজী, (৬৮)আবদুর রহমান (রোমাস),(৬৯)আবদুল্লাহ তানভীর,(৭০)সাজেদা সুলতানা,(৭১)হতাশার স্বপ,(৭২)রাষ্ট্রপ্রধান,(৭৩)মিটন আলম , ,(৭৪)নীল_পরী ,(৭৫) মাহবুবুল আজাদ , (৭৬) ভিজামন, (৭৭) রেজওয়ান তানিম, (৭৮) সত্যবাদী মনোবট (৭৯) বাদশা মিন্টু, (৮০) বেলায়েত মাছুম (৮১) মাহামুদ রাহি, (৮২) সকাল রায়, (৮৩)মোশতাক আহমদ, (৮৪)নাহিয়ান বিন হোসেন (৮৫)কবিরাজ_কুশল, (৮৬)রুদ্রাক্ষী,(৮৭)সাজিদ এহসান, (৮৮) মাহমুদুল হাসান কায়রো,(৮৯) সুনীল সমুদ্র,(৯০) মুনসী১৬১২, (৯১) এসএনিট,(৯২) আশিক মাসুম,(৯৩) নেক্সাস ,(৯৪)মতিউর রহমান মিঠু, (৯৫) লেখোয়াড়,(৯৬)হাবিবুর রহিম,(৯৭) ধূসর সপ্ন, .......(৯৯) আবদুল্লাহ আল মনসুর,(১০০)এ.টি.এম.মোস্তফা কামাল । ) .............দয়া করে সবাই লেখা গুলো দেখে সংশোধন থাকলে জানালে উপকৃত হতাম. সকলের সু-স্বাস্থ্য কামনায়....... .........‍"আসনু একটা কবিতা লিখি" শত কবির বন্দনার ভুমিকা........ ০৪ ঠা মে, ২০১২ রাত ১১:৪৮ লিখেছেন.......কালবেলার অকাল ভাবনা চাইছি লিখতে, অংশ হতে ভাবনা নাকি শ'কবির বন্দনা, ভেবে দেখলাম শেষের পাতায় ভাবনাটাতো মন্দ না। লিখব যে কি আকাশ বাতাস খুঁজে কিছুই পাচ্ছি না, দেখি শেষে পত্রখানায় লিখেছি, ছেড়ে তোমায় যাচ্ছি না। উত্তরে বন্দনা করে যেই ফিরেছি পূবে, দেখি পূবে প্রেমের সাগর সেথায় যাচ্ছি আমি ডুবে। পূবে প্রেমের ছড়াছড়ি দক্ষিণে যেই ফিরেছি, ফাগুণ হাওয়ার দ্বিগুণ বেগে যেনো চরকির মতো ঘুরেছি।

ঘুরেই দেখি সামনে তুমি প্রেমের মূর্তি হয়ে রয়েছো, তাই, বন্দনা সব তোমার তরে কারণ, তুমি স্বপ্ন বুনে দিয়েছো। ভুমিকায়........আরো লিখেছেন.... ০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৯ শায়মা পদ্মপাতার জল টলটল কাব্যখাতার পাতায় শেষ বিন্দু ছুঁইয়ে দিলাম রোদ ঝলমল সুতায়..... রংধনু রং সাতনরী হার হীরক আলোকচ্ছটায় মূর্ত হয়ে জ্বলুক শিখা শত বন্দনায়........ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.