আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নডানা!

একসময় দেখলাম, সবই কল্পনা, বাস্তবতায় শূন্য পৃথিবী। যখন একা থাকি, হাজারো স্বপ্ন এসে ঘিরে ধরে, আমি এক একটি করে দেখি। স্বপ্নগুলো চলে, ঠিক একটি শব্দহীন চলমান ছবির দৃশ্যের মত প্রবাহিত হয়। স্বপ্নগুলো নিজেকে নিয়ে, স্বপ্নগুলো মানুষকে নিয়ে তৈরী, সে স্বপ্নগুলোর ওপারে গিয়ে ভোর হয়, সকাল আসে, জানালায় নতুন রোদ পড়ে। আমি বিস্মৃত হই। আমাকে বাস্তবতা আটকে রাখে, আমার স্বপ্নগুলোতে ধূলো জমে, ঠিক যেমন একটি বইয়ের উপর জমে, অনেকদিন বইটি না ধরার জন্যে। আর স্বপ্নের হাজারো শব্দ সেই ধূলোর নিচে চাপা পড়ে। আবার আমি যখন একা হই, চারিপাশে যখন স্তব্ধতা বাসা বাধে, স্বপ্নগুলো উঠে আসে, রঙ ছড়ায়, ডানা মেলে... আবার হারিয়ে যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।