আমাদের কথা খুঁজে নিন

   

গান!!!

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া! অনেকদিন পর আজকে একটা নতুন গান লিখলাম : পি ও টুনি তোর মাকে ডেকে জিঙ্গেস কর না, ঝমঝমাঝম বৃস্টি হইছে, খিচুড়ি কি পাবো না? আমি বাজারে যাবো, ইলিশ কিনে আনবো ভাজির জন্য পটল, বেগুনও আনবো! ও টুনি তোর বাপকে ডেকে বলে দেয় না, কাল সে বিরানি খাইছে খিচুড়ি পাবে না! তার কোলস্টরল বাড়বো. তার হার্টে ব্লক হইবো শেষে হের লাইগা আমি কাইন্দা মরবো!! ও টুনি তোর মাকে বল - খিচুড়ি লাগবো না, মনের দু:খে বনে যাবো আমারে আর পাইবো না। আমি ফলমুল খাবো আমারে মশায় কামরাইবো সেইখানে মইরা আমি তোর মার পরান জুরাবো! ও টুনি তোর বাপরে বল আর যাইতে হবে না সে বিরানি খাক আর খিচুরি খাক, আমি আর কিছু কমু না সে খাইয়া মরুক, সে ভুড়িতে মরুক খাদক হিসাবে তার খ্যাতি কমবো না!!! : আগামী কিছুদিনের মধ্যে এই গানের পিকচারাইজেশন করা হবে। সময় হলে জানানো হবে :পি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।