আমাদের কথা খুঁজে নিন

   

ভাললাগা,ভালবাসা

চলতে চলতে একদিন চলার পথ শেষ হয়ে যাবে। দেখা যাবে নিকষষষ কালো অন্ধকার! বসন্তে দেখেছি আমি রক্তিম কৃষ্ণচূড়া, দিয়েছে সে আমায় রক্তিম ভাললাগা,ভালবাসা। আমি দেখেছি সবুজ শ্যামল ধানক্ষেত, সেখানে ছুটতে দেখেছি এক দুরন্ত কিশোরকে, তাঁর মুখে দেখেছি অফুরন্ত হাসি, সে আমায় দিয়েছে ভাললাগা,ভালবাসা। আমি দেখেছি কালবৈশাখীর ঝরে,রাত্তিরে; ছেলেমেয়েদের আম কুরানোর নেশা, ওদের দুরন্তপণা আমাকে দিয়েছে কোমলাবেগ; আমায় দিয়েছে ভাললাগা,ভালবাসা। আজ...... যতই দেখি বিশালট্টালিকা,বিত্তবিভোব, খুজে পাইনা আমি সেই সীমাহীন শান্তি। পাব-ই বা কেন? এরা তো দেয়না আমায় সেই ভাললাগা,ভালবাসা।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।