আমাদের কথা খুঁজে নিন

   

মানবতা রাজনীতির উর্ধে মানে কি ?

মাটি মানবতা রাজনীতির উর্ধে মানে কি ? মানুষের জীবন নিয়ে রাজনীতি করা যাবে না কিন্তু পদ্মা সেতু, রেল ওয়ে , বিদ্যুত , টেলিকম এইসব নিয়ে রাজনীতি করা জায়েজ? আর এর ফলে রাজনীতির মানে কি দাড়াচ্ছে? পিলখানায় ও তো মানবতা ছিল না মানবতার জঘন্য অবমাননা ওখানে হয়েছে , ওখানে কেন রাজনৈতিক সমাধান এর জন্য প্রধানমন্ত্রীকে বাহবা দেয়া হলো ? ওখানে কেন প্রধানমন্ত্রী রাজনীতির উর্ধে উঠে আর্মি অফিসারদের বাচাতে উদ্যোগী হলেন না ? ইলিয়াস আলী তো মানবতা দেখায়ে রাজনীতি করে নাই, সে কিভাবে মানবতা আশা করে ? তবে আমরা পশু না হলে তার প্রতিও মানবতা দেখায়ে তাকে জীবিত ফিরে পেতে চাই আমরা মানুষ - একটা কুকুরকেও জীবন্ত আগুনে পুরতে দিতে চাই না . ইলিয়াস আলী কে ফিরে পেতে চাই আমরা মানুষ বলে - ইলিয়াস আলী ভালো এই জন্য নয় .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।