আমাদের কথা খুঁজে নিন

   

ডেস্টিন ছাড়লেন না কিন্তু সেক্টর'স কমান্ডার্স ফোরামের মহাসচিব পদ ছাড়লেন লেঃ জেঃ হারুন, হায় দেশপ্রেম !!!!

কিছুক্ষণ আগে নানা চ্যানেলের শিরোনাম থেকে জানলাম, ডেস্টিনি বিষয়ক নানা সমালোচনার জবাব দিতে লেঃ জেঃ হারুন-অর-রশিদ সেক্টর'স কমান্ডার্স ফোরামের মহাসচিব পদ থেকে ইস্তেফা দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধের সময় যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার বোকামি করতে চাই না। তবুও মনের শান্তির জন্য কিছু কথা না বলে পারছি না। যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যাদের সব চেয়ে উচ্চকণ্ঠ দেখলাম তারা এ আজ ডেস্টিনির জন্য ফোরাম ছাড়ল !!! আমাদের দুর্ভাগ্য, ডেস্টিনি আমাদের দেশপ্রেমিকদের এই ভাবে কেড়ে নিল। অবশ্য যার কাছে দেশ থেকে ডেস্টিনি বড় তার সেক্টর'স কমান্ডার্স ফোরামে না থাকাই ভাল। এতেই হয়ত জাতির মঙ্গল নিহিত। এ দেশে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, আমরা দেখতে চাই। আর ডেস্টিনির ও অনিয়মের বিচার হবে, সেটা ও আমরা দেখতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।