আমাদের কথা খুঁজে নিন

   

আয় রে মুজিব, আয়- // আবদুল্লাহ-আল-মাসুম

পৃথিবীর বুকে ছোট্ট একটি মাণচিত্রের জন্ম, যার একটি আঙুলের নির্দেশে, তার নাম, সেই পবিত্র নাম- শেখ মুজিবুর রহমান। কোটি ফুলের বিলাপ শুনি আয় রে মুজিব, আয়- গাছের শাখে দোয়েল কাঁদে একলা সোনার গাঁয়। লক্ষ রাখাল একই তালে বাজায় বাঁশির সুর- বুকের ভেতর বুনো হাসের চলা অচিনপুর। টুঙ্গিপাড়ায় আমার বাড়ী বাংলাদেশের ঘর- এক কেন্দ্রের মায়াজালে আপন হলো পর। মুজিব হাসে মুখ টিপে ঐ তারার ঘোষনায়- এই বাংলার আকাশ হয়ে আছি চেতনায়। কোথায় মুজিব ? কোথায় মুজিব ? মুজিব আছে কই ? লক্ষ চোখের প্রদীপ হয়ে মুজিব আছে ঐ। মুজিব এবং রবীন্দ্র নাথ ঐ তো জেগে রয়- সেই সাহসে বীর বাঙালি আজ এতো নির্ভয়। বকুল ফুলের গন্ধে মাখা আমার মাতৃভূমি-যার প্রতিটি ধূলিকণায় তার স্বপ্নের ছাপচিত্র আঁকা। শেখ মুজিবুর রহমান তাই দল মত নির্বিশেষে তারূণ্যের জয়গান হয়ে ,স্বপ্নের স্পৃহা হয়ে, স্বপ্ন মঙ্গল চেতনায় অবিনশ্বর।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।