আমাদের কথা খুঁজে নিন

   

নতুন/আধানতুন/পুরনো আগাছাটাইপ ব্লগারদের কন্ট্রোলের মধ্যে আনতে স্টেজ'ড কোটা সিস্টেমের প্রস্তাব

ফ্ল্যাশব্যাক আমার "সামুর উচিৎ নতুন ব্লগার নেওয়া বন্ধ করিয়া দেয়া" নামক না পারতে দেয়া পোস্টে বেশ কিছু কচি নিক মিনমিন আপত্তি তুলেছিলো। আসলে সামুতে এখন হিট হয়তো বাড়তেছে, কিন্তু হট হইতেছে না, ওয়ার্ম হইতেছে না। নাগরিক সাংবাদিকতাও তেমনভাবে আসতেছে না। ভালোমানের আলোচনা পোস্টও কম। ব্লগিং এর মহান উদ্দেশ্যটাই ডাইভার্ট হয়ে যাচ্ছে বেশির ভাগৈ ভুয়া, লুল, সিন্ডিকেটবাজ, ছাগ্লাবাজ, গালিবাজ এবং অনলাইন রেফারেল ভিক্ষুকদের কারণে।

এরা বেশির ভাগৈ নিম্নমানসম্পন্ন ও বমির উদ্রেককারী। এই (বেশিরভাগ নতুন) নিম্নমানসম্পন্ন ব্লগারদের হাতে পইরা সামুর অবস্থা প্রায় শেষ। ব্লগ ভয়াবহ শক্তিশালী একটা মাধ্যম এবং সামু বাংলা ব্লগের পাইওনিয়ার। এরা বুঝতেছে না যে, সামুতে ব্লগানো একটা প্রিভিলেজ। একটা সম্মান।

এইখানে ব্লগানো মানে সমগ্র বাংলাভাষাভাষী দুনিয়ার সামনে নিজেরে তুইলা ধরা। এরা তাদের ক্ষমতার কী অপব্যবহারটাই না করতেছে। আমরা দেখছি, নতুন ব্লগারদের মধ্যেও কিছু অসাধারণ ব্লগাররা আছেন। তাদের সুযোগ করে দেওয়াটাও জরুরী। তাই, এখনই সময় সামুকে কিছুটা নিয়মের মধ্যে ফেলা।

সামুকে দেওয়ার জন্য সেরা যারা, তাদের আরো ভালো সুযোগ যাতে হয় এবং এই নতুন/আধানতুন/পুরনো আগাছাটাইপ ব্লগারদের কন্ট্রোলের মধ্যে আনতে আমি নিচে কিছু প্রস্তাব দিচ্ছি। ১। রেজিষ্ট্রেশনের সময় মোবাইলে কনফার্ম রিপ্লাই এসএমএস নিয়ে নতুন ব্লগারদের রেজিস্ট্রেশন করানো দরকারি, এটা হচ্ছে একদম প্রাথমিক শর্ত। ২। বর্তমানে ৭ দিন পর্যবেক্ষণ আসলে ৭ দিন হয় না, মডারেশন এটা পারছে না।

তাই এটা বাদ দিয়ে নিচের ৬টি স্টেজে ব্লগারদের যদি ছেকে আনা হয় তবে আমরা ভালো একটা পরিবেশ আশা করতে পারি। স্টেজ-১: একদম নতুন ব্লগার -- মাসে সর্বোচ্চ-- ১টা পোস্ট + ১০ টা কমেন্ট; (পোস্ট+কমেন্ট মানসম্পন্ন হলে পরের স্টেজে যাবে, নইলে আটকে থাকবে) স্টেজ-২: ৩ মাস বয়সী ব্লগার --মাসে সর্বোচ্চ-- ২টা পোস্ট + ২৫ টা কমেন্ট; (পোস্ট+কমেন্ট মানসম্পন্ন হলে পরের স্টেজে যাবে, নইলে আটকে থাকবে) স্টেজ-৩: ৬ মাস বয়সী ব্লগার --মাসে সর্বোচ্চ-- ৫টা পোস্ট + ১০০ টা কমেন্ট; (পোস্ট+কমেন্ট মানসম্পন্ন হলে পরের স্টেজে যাবে, নইলে আটকে থাকবে) স্টেজ-৪: ১বৎসর বয়সী ব্লগার --মাসে সর্বোচ্চ-- ১০টা পোস্ট + ৩০০টা কমেন্ট; (পোস্ট+কমেন্ট মানসম্পন্ন হলে পরের স্টেজে যাবে, নইলে আটকে থাকবে) স্টেজ-৫: মাসে সর্বোচ্চ ১৫ টা পোস্ট + আনলিমিটেড কমেন্ট করার স্বাধীনতার্জন কারী ব্লগার (কিন্তু কোনো রুল ভায়োলেট করলে, আগের স্টেজে ফিরে যাবে, অপরাধের মাত্রা অনুযায়ী) স্টেজ-৬: স্বাধীনভাবে পোস্ট ও কমেন্ট করার স্বাধীনতার্জন কারী ব্লগার (কিন্তু কোনো রুল ভায়োলেট করলে, আগের স্টেজে ফিরে যাবে, অপরাধের মাত্রা অনুযায়ী) এটা স্টেজ'ড কোটা সিস্টেম বলা যেতে পারে। হ্যাপী ব্লগিং। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।