আমাদের কথা খুঁজে নিন

   

সরকার কি তাহলে জিম্মি হয়ে পড়েছেন

আমি নতুন কিছু পড়তে ভালবাসি এই সরকারের শুরু থেকেই কয়েকটা প্রখ্যাত অথবা বিখ্যাত কথা শুনে আসছি আর তা হলো ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকে পড়েছে আর তারাই দেশে নাশকতা সৃষ্টি করছে। এই নিয়ে অনেক কথা হলেও এখন পর্যন্ত কথিত শিবির বলে কোন ছাত্রলীগ নেতাকে বহিস্কার করা হয়নি। তাহলে কি ছাত্রলীগের মধ্যে কথিত সেই শিবিরের কাছেই সরকার কাবু হয়ে পড়েছে! ইলিয়স আলীকে নিয়ে অনেক কথা হচ্ছে, সরকারের একজন দায়িত্ববান মন্ত্রীতো বলেই ফেললেন যে ইলিয়াস আলীকে নাকি জঙ্গীরা গুম করেছে অথচ আমাদের প্রধানমন্ত্রী দেশ-বিদেশে বলে বেড়াচ্ছেন যে আমাদের দেশে কোন জঙ্গী নেই। তাহলে এই অসঙ্গতি কিসের ইঙ্গীত বহন করে। আর ঐ মন্ত্রীর কথা যদি সত্য হিসেবে ধরেও নেই তাহলে কি এটাই প্রমানীত হবেনা যে সরকার কথিত সেই জঙ্গীর কাছে অসহায়, তারা জঙ্গীদেরকে দমন করতে পারে নাই।

সরকারের এত এত চৌকুষ বাহিনী থাকতে ইলিয়াস আলীকে বের করতে পারবে না এটা কি পাগলও বিশ্বাস করতে পারে বলে মনে হয়। তার মানে সরকার জনগনের সামনে যা বলছেন তা সম্পূর্ণটাই মেকি। বাস্তবতা হচ্ছে সরকার নিজেই সেই খুন-গুম গুলোর সাথে জড়িত, যদি তাই না হবে তাহলে তারা এই খুন-গুম গুলোর কোন রহস্য বের করতে পারছেন না কেন। সরকার যদি ছাত্রলীগের ভিতরে কথিত শিবির আর জুজু মার্কা জঙ্গীর ভয়ে জিম্মি হয়ে থাকেন তাহলে আর ক্ষমতা ধরে রাখার দরকার কি, ছেড়ে দিলেই ল্যাঠা চুকে যায়। আর যদি তাদের কাছে জিম্মি হয়ে না থাকেন তাহলে গুম হওয়া ব্যক্তিদেরকে খুঁজে এনেই তা প্রমাণ করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.