আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের কবিতা(১১৬৬-১১৭০) মহান মে দিবস

১. রক্ত ঘাম ঘাম ঝরে! ঘাম তো নয় রক্ত..ঘাম মোছা যায়; রক্ত মোছা শক্ত। ২. চালিকা শক্তি চললে চাকা জীবন চলে নইলে জীবন গহীন জলে। ৩. শ্রমিক যে পেশিতে টান পড়ে ভাই সেই শরীরে শরীর বানাই। ৪. সংগ্রাম চলবেই চলছে সংগ্রাম...আমিও শ্রমিক কবিতা লিখি আর ঝরাই ঘাম। ৫. সাবধান ওরে শোষক একবার পিছন ফিরে তাকা, আমরা যদি না চায় চলবে না তোর চাকা। সেবু মোস্তাফিজ মা মরিয়ম বিদ্যাপীঠ প্রজাপাড়া পীরগঞ্জ-রংপুর ০১.০৫.১২ সন্ধ্যা ৬টা ১৫মিনিট

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।