আমাদের কথা খুঁজে নিন

   

আমি যারে পেয়েও না পাই রে..

ইমুটা একটা অসহ্য . . . আগে যে ইমুকে প্রতিদিন দেখা যেত এখন তাকে দেখি মাত্র একদিন , কারণ আরও অনেকের মতই দূরত্ব। গজ ফিতা দিয়ে না মাপলেও ঐযে রাস্তার হলুদ রঙের কি যেনো থাকে সে অনুযায়ী ওর আর আমার মাঝের দূরত্ব হয়ে গেছে প্রায় দেড়শ কিলোমিটার। . । এতে নাকি তার কোনো সমস্যাই নাকি হচ্ছে না , বরং মহা আনন্দে আছে । এখন অফিস থেকে এসে কারও ঝাড়ি খেতে হচ্ছে না., ইচ্ছামত ফিফা খেলা যায়, আরও কত কি.... কিন্তু সমস্যা হচ্ছে আমার।

। অসহ্য ঝামেলা । আমি রাতে ভাল করে ঘুমাতে পারি না, অফিস ভাল লাগে না. কাকে যেন অনেক মনে পড়ে ......। আরও কত কি .... । ও যেদিন আসবে তার আগের রাতে আমি খুশিতে ঘুমাতেই পারি না, , মনে হয় কখন আসবে কখন আসবে।

যেদিন আসে সেদিনও ঘুমাতে পারি না, ইমুটা ঘুমায় আর আমি ঘুমন্ত ইমু কে দেখি। মনে হয় অনেক দিন দেখতে পারব না । যেদিন চলে যায় সেদিনও ঘুম হয় না , মনে হয় কেনো চলে গেলো, কত দূরে চলে গেলো..... এর পরের ২-৩ দিন রাতজেগে দুইজন হিবিজিবি কত কথাই না বলি। পরের এক কি দুই দিন প্রচন্ড ঝগড়া, " তোমাকে বিয়ে করাই ভুল হয়েছে,"" আমাকে কেনো তুমি বোঝোনা". " আমাকে তোমার মনে পড়ে না " ইত্যাদি ইত্যাদি, ফলাফল রাতজাগা। এরপরদিন " বুবি আমি আসতেছি".... আবার খুশিতে সেই রাতজাগা।

..আবার আগের মত রাতজাগা.:..। ইমুটা একটা অসহ্য... ভূমির সেই গানের মত এখন আমাদের অবস্থা - " আমি যারে চাই রে. আমি যারে পেয়েও না পাই রে. আমি যারে পেয়েও হারাই রে.. কেনো তারে এখনও চাই রে.। " উৎসর্গ: যাদের খুব কাছের মানুষটি অনেক অনেক দূরে থাকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।