আমাদের কথা খুঁজে নিন

   

কাতালানরা ভেঙে পড়েনি!!!

ভালো। হঠাৎ ঝড়ে রঙিন ভুবনটা বিবর্ণ হয়ে যাওয়ার পর বার্সেলোনার প্রতিক্রিয়াটা কেমন হবে, তা দেখার অপেক্ষায় ছিলেন সবাই। না, সব হারিয়ে সর্বস্বান্ত হয়ে যাওয়া কাতালানরা ভেঙে পড়েনি। উল্টো গত এক সপ্তাহের সব পুঞ্জীভূত ক্ষোভ তারা উগরে দলি রায়ো ভালকোনোর ওপর। র্বাসার হতাশার আগুনে পুড়তে হল পুঁচকে দলটকি।

রোববার মেসি ও পেড্রেোর জোড়া গোলে রায়ো ভালকোনোকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছ স্প্যানশি জায়ান্টরা। টানা তনি ম্যাচরে জয়খরা ঘুচিয়ে চিরশত্রু রিয়াল মাদ্রদিরে শিরোপা উৎসব অন্তত এক সপ্তাহরে জন্য পিছিয়ে দিয়েছে র্বাসলেোনা। করমি বনেজমোর জোড়া গোলে সভেয়িাকে ৩-০ ব্যবধানে হারিয়ে র্বাসার চেয়ে দশ পয়ন্টেরে ব্যবধানে এগিয়ে গিয়েছিল রিয়াল (৯১)। রায়োর মাঠে র্বাসা হারলে রোববারই লা-লীগা শরিোপা রয়িালরে মুঠোয় চলে যতে। কন্তিু র্বাসার বধ্বিংসী জয়রে ফলে স্প্যানশি লীগে চার বছররে শিরোপা খরা ঘোচানোর জন্য আরও এক সপ্তাহ অপক্ষো করতে হবে রিয়ালকে।

লা-লীগা শষে হতে এখনও ৩টি করে ম্যাচ বাকি। র্বাসলেোনার প্রায় প্রতিটি আক্রমণরে উৎস ছিলেনে মেসি। জোড়া গোল করার পাশাপাশি চারটি গোল সাজিয়ে দিয়েছেনে ২৪ বছর বয়সী এই র্আজন্টোইন জাদুকর।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.