আমাদের কথা খুঁজে নিন

   

মন বলে দেখি চোখ বলে দেখি না

মন বলে দেখি চোখ বলে দেখি না আজম মাহমুদ স্বপ্নবাজ আকাশের চোখে ভালোবাসার কতোটুকু রূপরঙ এর চেয়ে বড়বেশি মেঘের মূল্য আষাঢ় কি শ্রাবণে। ভালোবাসার অরূপ সীমান্ত ভালোবেসে চিনে নিতে হয়- এরচেয়ে ষোলআনা পবিত্রতা কোথাও নেই। বৃষ্টির ছাঁচে ভিজছে যখন তোমার বেনিবাধা চুল- ভালোবাসার কথা তোমাকে শোনাতে যাওয়া অবান্তর। ভালোবাসা চিরদিন সৌদা মাটির কাছাকাছি বসতে শেখায়- আরসব অযথা মেশামেশি, অনন্যপায় তোমাকে ভালোবাসতেই হলো। ভুত-ভবিষৎ সব বিলিন লালমাটি আর কালোমাটির দেশে মিশে একাকার। ১০.০৪.২০১২  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।