আমাদের কথা খুঁজে নিন

   

বাঁধ ভাঙ্গার আওয়াজ

বেশ অনেক আগে স্বাধীনতা নিয়ে একবার লিখতে বসেছিলাম। বেশিদূর এগোতে পারিনি। ৫-৬ লাইন লিখেই শেষ। বোধকরি স্বাধীনতার মর্মার্থ তখনও বুঝে উঠতে পারিনি। তা সেই লাইনকটার মূল বক্তব্য ছিল অনেকটা এ রকমঃ “পশ্চিমা বিশ্ব স্বাধীনতার অর্থ বোঝে না, কারণ তাদের কোন ‘বনফুল’ ছিল না, যে স্বাধীনতার অর্থ সহজে বুঝিয়ে দেবে।

এই কারণে তারা আমাদেরকে যত পচা আম দেয়। আর যেহেতু আমারা একজন ‘বনফুল’ পেয়েছিলাম তাই আমরা সৌভাগ্যবান; আমরা ভালো আমটাই অন্যকে দিতে শিখি, আমরা স্বাধীনতার মর্মবাণী অনুধাবন করি!!! ...ইত্যাদি তরুণ বয়সের নানান চিন্তা-ভাবনা...” তা যাই হোক, স্বাধীনতা যে আদতে কি জিনিস তা অবশ্য এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ‘বনফুল’ বোধকরি স্বাধীনতার সাথে দায়িত্বের একটি যোগসূত্র আছে সেটা বোঝাতে চেয়েছিলেন। কিন্তু ব্লগীয় সমাজে (অন্যান্য সমাজ ভিন্ন তা মনে করার কোন কারণ নেই) অবাধ স্বাধীনতার বাঁধ ভাঙ্গা আওয়াজে সমস্তই চাপা পড়ে গেছে। ‘সুবল’ ভালো আমটি দিয়ে সত্যিকারের আনন্দ পেয়েছিল।

আমরা ইতর শ্রেণীর ভাষা একে অপরের বিরুদ্ধে প্রয়োগ করে বিমলানন্দ অনুভব করি। কর্তৃপক্ষ তাদের উপর ন্যস্ত স্বাধীনতার ব্যবহার করে এই দূষিত রীতি প্রবাহমান রাখার মাধ্যমে তূরীয় আনন্দ লাভ করেন। আমরা সবাই ফলশ্রুতিতে আনন্দের জোয়ারে গা ভাসিয়ে পরম স্বাধীনতার স্বাদ আস্বাদন করি। আমরা কষ্টার্জিত ভাষার এহেন ব্যবহারের মাধ্যমে স্বাধীনতার বাঁধ ভাঙ্গা আওয়াজ তুলি। শেষ বক্তব্যঃ ‘বনফুল’ অনেক আগেই মরে বেঁচেছেন; এই আওয়াজ তার কানে পৌঁছেনি।

কিন্তু আমাদের গতি কি? মে ১, ২০১২ সিঙ্গাপুর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।