আমাদের কথা খুঁজে নিন

   

দুই আমি'র ভ্রান্তি বিলাস।

একজন আমি। আমি একজন খেঁটে খাওয়া বা্ংলাদেশী। সৎভাবে দিনগুজরান করি। আমি কোন দিন কোন জনসভায় যাই নাই, কোন মিটিং মিছিল বা পিকেটিং এও অংশগ্রহণ করি নাই। তবু আমার একটা রাজনৈতীক পক্ষপাতিত্ব আছে।

কেন এই পক্ষপাতিত্ব আমি তা নিজেই জানিনা। বর্তমানে আমার রাজনৈতীক ধারনাগুলি এইরকম: * আওয়ামীলীগরে আমি খুব পছন্দ করি। শেখ হাসিনা আমার প্রাণের নেত্রী। এই দল কোন খারাপ কাজ করতে পারে না। * হরতাল খুব খারাপ জিনিস।

যারা হরতাল করে, তাদের গুলি করে মারা উচিৎ। * ইলিয়াস আলীরে সরকার গুম করে নাই। বিএনপি নিজেই তারে গুম করছে। * টিপাইমুখ বাঁধ হলে কোন সমস্যা নাই। * কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট খুব ভাল জিনিস।

ইহা আমাদের লোডশেডিং থেকে রক্ষা করবে। এতে কোন দুর্নীতি হয় নাই। * আওয়ামীলীগের মন্ত্রি এমপিরা কোন দুর্নীতির সাথে জড়িত না। সবই বিএনপির চক্রান্ত। আবুল, লোটাস, ফারুক খান, সুরঞ্জিত ধোয়া তুলসি পাতা।

* বর্ডারে বিএসএফের বাংলাদেশী হত্যা পুরানো ব্যাপার। এইটা নিয়া এত হৈ চৈ কেন? * সাহারা খাতুন অবশ্যই কাউকে ছাড় দেবে না। * কামরুল-হানিফের বানী আমার নিস্তরঙ্গ জীবনে একমাত্র উত্তেজনার খোরাক। * ছাত্রলীগের ছেলেরা নিষ্পাপ শিশুর মতো। * আসিফ নজরুল একজন রাজাকার।

*** ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ আর একজন আমি। আমি একজন খেঁটে খাওয়া বা্ংলাদেশী। সৎভাবে দিনগুজরান করি। আমি কোন দিন কোন জনসভায় যাই নাই, কোন মিটিং মিছিল বা পিকেটিং এও অংশগ্রহণ করি নাই। তবু আমার একটা রাজনৈতীক পক্ষপাতিত্ব আছে।

কেন এই পক্ষপাতিত্ব আমি তা নিজেই জানিনা। বর্তমানে আমার রাজনৈতীক ধারনাগুলি এইরকম: * বিএনপিরে আমি খুব পছন্দ করি। খালেদা জিয়া আমার প্রাণের নেত্রী। তার দল কোন খারাপ কাজ করতে পারে না । * হরতাল খুব ভাল জিনিস।

ইহা গণতান্ত্রিক অধিকার। একটু আধটু ঢিল মারা, গাড়ি পোড়ান, মানুষ মারা কোন ব্যাপার না। অথবা মনে হয় সরকার বিএনপিকে বদনাম দেয়ার জন্য নিজেরাই এটা করে। * বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা ভাল হইছে। * ২১ আগষ্টের গ্রেনেড হামলাও উচিৎ কাম ছিল।

* জামাতের সাথে সম্পর্ক রাখা ঠিক কাজ। * জেএমবিকে মদত দিয়া বিএনপি ঠিক কাজ করছিল। * তারেক-কোকো ভাল মানুষ। তারা কোন দূর্নিতী করে নাই। * মুহাম্মদ জাফর ইকবাল একজন ভারতীয় দালাল।

*** প্রিয় বন্ধুগন, রাজনীতিকদের দোষ দিয়ে লাভ নাই। আমরা যা, আমাদের রাজনীতিকরা তারই ফল। আসুন সাধারন মানুষ হিসেবে আগে আমাদের চিন্তাভাবনাকে স্বচ্ছ করি। ভ্রান্ত ও অন্ধ বিশ্বাস থেকে মুক্ত হই। তবেই আমরা আমাদের রাজনীতিকে সঠিক পথে পরিচিলিত করতে পারবো।

সামুতে এটি আমার ১০০ তম পোষ্ট। এই পোষ্টটি আমি হরতাল নিপীড়িত মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। ছবিটি ব্লগার ইংলার পোষ্ট থেকে নেয়া হয়েছে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।