আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী ও সমমনা ১২ দলের বিশাল গণমিছিল ঈমান বাঁচাতে বুকের তাজা রক্ত দিয়ে হলেও এ সরকারকে হটানো হবে

গতকাল শুক্রবার ইসলামী ও সমমনা ১২ দলের উদ্যোগে সংবিধান থেকে আল্লাহ তায়ালার ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ও ইসলাম নির্মূলের চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে গণমিছিল বের করা হয় -সংগ্রাম স্টাফ রিপোর্টার : সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ও ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধের দাবিতে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, মুসলমানের দেশে ইসলাম রক্ষার জন্য আন্দোলন করতে হচ্ছে, এটি দুঃখজনক। বর্তমানে রাম-বামরা মিলে ইসলাম ধ্বংস করতে ষড়যন্ত্র করছে। আলেমদের জেলে আটকে রেখে জুলুম করছে। সরকার একের পর এক ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছে। ঈমান বাঁচাতে বুকের তাজা রক্ত দিয়ে হলেও খোদাদ্রোহী এ সরকারকে হটানো হবে বলে তারা ঘোষণা দেন।

গতকাল শুক্রবার বাদজুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, মহানবীকে (স.) অবমাননা ও ব্যঙ্গ কার্টুন বন্ধ, কোরআন সুন্নাহ বিরোধী নারীনীতি ও ধর্মহীন শিক্ষানীতির সংশোধন, বোরকা নিষিদ্ধকরণ ষড়যন্ত্র বন্ধের দাবিতে গণমিছিল-পূর্ব সমাবেশে বক্তারা এ কথা বলেন। খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আহমাদুল্লাহ আশরাফের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক, মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রববানী, ড. খলিলুর রহমান মাদানী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী, ইসলামিক পার্টির চেয়ারম্যান এডভোকেট আব্দুল মোবিন, খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবুল কাশেম, মাওলানা কামরুল হাসান, আলমগীর মজুমদার, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুস সবুর মাতববর প্রমুখ। সমাবেশ পরিচালনা করে খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান। মাওলানা আহমাদুল্লাহ আশরাফ বলেন, দেশের মানুষ দুশমন সরকারের কাছ থেকে বাঁচতে চায়। ভারতীয় কালো বিড়াল এখন কামড়াচ্ছে।

এ কালো বিড়ালের কাছে দেশ ও মানুষ নিরাপদ নয়। দেশ ও ইসলামকে রক্ষা করতে হবে। এ জন্য এ সরকারকে আর সময় দেয়া যাবে না বলে তিনি উল্লেখ করেন। মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, সরকার ইসলামের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করে যাচ্ছে। বুকের তাজা রক্ত দিয়ে হলেও এ সরকারকে হঠাতে হবে।

কুচক্রী সরকার কিছু দিনের মধ্যে দেশ থেকে পালাবে বলে তিনি উল্লেখ করেন। মাওলানা যাইনুল আবেদীন বলেন, রাম-বামরা মিলে ইসলাম ধ্বংস করতে ষড়যন্ত্র করছে। আলেমদের জেলে রেখে জুলুম নির্যাতন করা হচ্ছে। দাদা বাবুরা মন্ত্রী হওয়ার পর সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিচ্ছে। এ অবস্থায় সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈমান রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে তিনি আলেমদের প্রতি আহবান জানান।

মাওলানা মুহিউদ্দিন রববানী বলেন, তৌহিদী জনতার একটি দাবি খোদাদ্রোহী সরকার কখনও পদত্যাগ করবে না। সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর কাকরাইল বিজয়নগর হয়ে শান্তিনগর টুইন টাওয়ারের কাছে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়। মিছিলকারীরা সামনের দিকে না যেতে পারায় তাদের পুলিশের সঙ্গে ব্যাপক বাক-বিতন্ডা হয়। এ বিষয়ে রমনা জোনের পুলিশের উপ কমিশনার নুরুল ইসলাম জানান, ‘তাদেরকে আর সামনের দিকে যেতে দেয়া হবে না।

এখানেই তাদের মিছিল শেষ করতে হবে। রাস্তার সকল পয়েন্টে আমাদের পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ' পরে মিছিলকারীরা মে ও জুন মাসে দেশের জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ এবং রমযানের পর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে তাদের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.