আমাদের কথা খুঁজে নিন

   

কাজ কি থেমে আছে??

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল কোনো কিছু থেমে আছে? হরতাল হচ্ছে তারপরও মানুষ অফিস যাচ্ছে, পেছনের দরোজা দিয়ে ব্যাংকও চলছে। শেয়ার মার্কেট এর লেনদেন থেমে নেই। বাড়ীতে চুলা জ্রলছে, খাওয়া চলছে। কারো খেয়ে বা কারো না খেয়ে দিন চলছে।

প্রেম ভালবাসা, সন্তান জন্ম বা মৃত্যু সব চলছে। যারা হরতাল ডেকেছেন তাদেরও দিন থেমে নেই। সবই তারা করছেন। মাঠের কৃষক মাঠে যাচ্ছেন, তার তো আর বাস ট্রাকের প্রয়োজন নেই। শ্রমিক যাচ্ছেন কারখানায়।

ক্লাস না হলেও স্কৃল কলেজ খোলা। কেউ কেউ বলবেন অফিস যেতে ঝামেলা হচ্ছে। একেবারেই ঠিক না। কারণ আগে ট্রাফিক জামের জন্য দেরী হতো এখন গাড়ী ঘোড়া না পাওয়ার জন্য দেরী হয়। আউটপুটে কোনো ফারাক নেই।

কেবল সমস্যা শিক্ষা ক্ষেত্রে। পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। তাতেও কোনো অসুবিধা নেই। কারণ পাস করে তো সেই বেকারই থাকতে হবে। হরতালের ফলে বেকার হওয়া কিছুটা পেছাবে।

সেটা তো মন্দের ভাল। মানুষ দিনের কাজ রাতে করছে। সবাই হরতালকে এ্যাডজাস্ট করে নিয়েছে। পরীক্ষা শুক্রবার হবে, ক'দিন পর রাতেও হবে। আমরা এরপর দিনে ঘুমাবো রাতে কাজ করবো।

বলা যায়না অফিস সময়ও চেঞ্জ হতে পারে। অতএব হরতাল হোক। কারণ কিছুই থেমে থাকবে না। তবে এটা জিনিস অনেক আগেই থেমে আছে সেটা রাজনীতিকদের মগজ। এটা একেবারেই ইনএ্যাকটিভ।

তানা হলে এতদিনেও তারা হরতাল ছেড়ে আর কোনো কার্যকর পন্থা খুজে বের করতে পারলো না কেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।