আমাদের কথা খুঁজে নিন

   

আজও অটুট জনপ্রিয়তা

এ শহর ছেড়ে আমি পালাব কোথায় কুড়িয়ে পাওয়া বেওয়ারিশ এই কুকুরটি বনে গিয়েছিল তারকা হলিউডের একটি জনপ্রিয় গুজব_১৯২৯ সালে অস্কারের প্রথম আসরে 'বেস্ট অ্যাক্টর' হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল একটি কুকুর_রিন টিন টিন। কিন্তু মানুষ ছাড়া অন্য প্রাণীর অস্কার দেওয়ার নিয়ম না থাকায় অস্কার জিতে নেন এমিল জেনিংস। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির এক যুদ্ধক্ষেত্র থেকে একেবারে বাচ্চা অবস্থায় রিন টিন টিনকে কুড়িয়ে পেয়েছিলেন লি ডানকান। যুদ্ধ শেষে কুকুরছানাটি নিয়ে তিনি চলে আসেন লস অ্যাঞ্জেলেসে। নানা কসরত শিখেছিল জার্মান শেফার্ডটি।

লাফ দিয়ে এমনকি উঠতে পারত ১১ ফুট উঁচুতে। হলিউডের চলচ্চিত্র নির্মাতাদের নজরে পড়ে এটি। একাধারে অভিনয় করে বেশ কয়টি সিনেমায়। লাভ করে অসামান্য জনপ্রিয়তা, যা এখনো অটুট। রিন টিন টিন চরিত্র নিয়ে তৈরি হয়েছে অনেক সিনেমা, টিভি সিরিজ ।

View this link হলিউডের একটি জনপ্রিয় গুজব_১৯২৯ সালে অস্কারের প্রথম আসরে 'বেস্ট অ্যাক্টর' হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল একটি কুকুর_রিন টিন টিন। কিন্তু মানুষ ছাড়া অন্য প্রাণীর অস্কার দেওয়ার নিয়ম না থাকায় অস্কার জিতে নেন এমিল জেনিংস। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির এক যুদ্ধক্ষেত্র থেকে একেবারে বাচ্চা অবস্থায় রিন টিন টিনকে কুড়িয়ে পেয়েছিলেন লি ডানকান। যুদ্ধ শেষে কুকুরছানাটি নিয়ে তিনি চলে আসেন লস অ্যাঞ্জেলেসে। নানা কসরত শিখেছিল জার্মান শেফার্ডটি।

লাফ দিয়ে এমনকি উঠতে পারত ১১ ফুট উঁচুতে। হলিউডের চলচ্চিত্র নির্মাতাদের নজরে পড়ে এটি। একাধারে অভিনয় করে বেশ কয়টি সিনেমায়। লাভ করে অসামান্য জনপ্রিয়তা, যা এখনো অটুট। রিন টিন টিন চরিত্র নিয়ে তৈরি হয়েছে অনেক সিনেমা, টিভি সিরিজ ।

View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।