আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচা ।

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । বিরহে মুকুল ঝরে সত্যি কি তাই ! আবেগের সুর ধরে ভাবনাতে সাজাই । মুকুল সেতো ঝরবেই সময় যখন শেষ , মানুষ ও ঠিক এমনি এক মুহূর্তেই শেষ । আক্ষেপ তবে কেন পাওয়া না পাওয়া গুলো নিয়ে যতক্ষণ মোরা আছি , এসো বাঁচি স্রদ্ধা আর ভালোবাসা নিয়ে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।