আমাদের কথা খুঁজে নিন

   

.।।। এক হালি জোকস.।।।।

ভালবাসি, ভালবাসি, ভালবাসি, ভালো থেকো উড়ন্ত প্রজাপতি। ১। ১৯৭০ সাল ! ! ! বর ভাবতো - যৌতুক হিসেবে যদি রেডিও পাওয়া যেত! ১৯৮০ সাল ! ! ! যৌতুক হিসেবে যদি সাইকেল পাওয়া যেত ! ... ১৯৯০ সাল ! ! ! যৌতুক হিসেবে যদি মোটর সাইকেল পাওয়া যেত ! ২০০০ সাল ! ! ! যৌতুক হিসেবে যদি কার পাওয়া যেত ! ২০১১ সাল ! ! ! শুধু বিনা বয়ফ্রেন্ডের একটা বউ পাইলেই চলে আর কিছু চায় না ! ) ২। স্বনামধন্য এক পরিসংখ্যানবিদ কন্ডি, কখনো প্লেনে চড়েন না, কারণ সারা বিশ্বের উড্ডয়ন পরিসংখ্যান ঘেঁটে তিনি দেখেছেন যেকোনো বিমানে একটি বোমা থাকার সম্ভাব্যতা ১/১০০,০০০। সম্ভাব্যতাটি তার কাছে বেশি মনে হয়, ফলে এর উপর ভিত্তি করে জীবনের ঝুঁকি নিতে তিনি রাজী নন।

একদিন দূরের এক কনফারেন্সে যোগদানের আমন্ত্রণ পান কন্ডি। সেখানে দেখা হয় বান্ধবীর সাথে। "হাই কন্ডি, ট্রেন ভ্রমণ কেমন হলো? বন পাহাড়ের ভেতর দিয়ে নিশ্চয়ই চমৎকার সময় কেটেছে। " বান্ধবী জানতে চান। "আমি আসলে প্লেনে করে এসেছি এবার।

" মুচকি হেসে জবাব দেন কন্ডি। "আরে, তাই নাকি!" অবাক হন বান্ধবী। "তা, তুমি না সব সময় প্লেনে একটা বোমার কথা বলতে?" "হ্যাঁ, আমি হিসেব করে দেখলাম কোনো প্লেনে ১টি বোমা থাকার সম্ভাবনা যদি ১/১০০,০০০ হয়, তাহলে ২টি বোমা থাকার সম্ভাবনা—তুমি তো স্বাধীন সম্ভাব্যতার সূত্র জানো—(১/১০০,০০০) × (১/১০০,০০০) বা ০.০০০০০০০০০১। এটি এত ক্ষুদ্র সম্ভাবনা যে এর উপর ভিত্তি করে ঝুঁকি নেয়া যায়। " "কিন্তু ২টি বোমার কথা আসছে কেন?" "কতই না বোকা ছিলাম আমি, এত দিন ব্যাপারটি আগে মাথায় আসেনি!" জবাব দেন কন্ডি, "শোনো প্রিয় বান্ধবী, এবারে প্লেনে আসার সময় ঝুঁকি কমানোর জন্য আমি সাথে করে একটা বোমা নিয়ে এসেছি।

" ৩। হাবলু একবার আমেরিকা গেলো স্ত্রীর সাথে... হোটেলে গিয়ে সে ওয়েটারকে বলল, "Sir, Most respectfuly I beg 2 say that I'm ill & cannot come 2 school, therefore kindly grant me Tea for 2day." ওয়েটার চা নিয়ে আসলো। দেখে স্ত্রী হাবলু বলল, "আরে বাহ! তোমার কি সুন্দর ইংলিশ আসে। " গর্বিত হাবলু কলার উঠিয়ে স্ত্রীকে বলল, "আমি তো এখনো The cow এখনো শুনাই..ই নি"! ;-P ৪। বাবা-মা ঝগড়া করছে,তাদের মাঝে কাকে তাদের ছেলে বেশি ভালোবাসে,এ নিয়ে।

কিছুক্ষণ তর্কের পর তারা ঠিক করলো,বাগানে বসে থাকা ছেলেকে ঢিল ছুঁড়ে মারবে। এবং দেখবে কার নামে ছেলে চিৎকার করে। যদি "ও মা গো" বলে, তাহলে মা জিতলো আর যদি "ও বাবা গো" বলে, বাবা জিতলো, তাই গাছের পিছনে লুকিয়ে বাগানে বসে থাকা ছেলেকে ঢিল ছুঁড়ল। ছেলে চিৎকার করে উঠলো,"আআআহ! কোন শালা মারলো রে" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।