আমাদের কথা খুঁজে নিন

   

ভুল ধারণা আমাদের ধর্ম নিয়ে !!!

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! ধর্মের নামে অধর্মের কাজ করে কিছু মানুষ যাহা মটেই কাম্য নয় !! কিছু জিনিস আমার কাছে খটকা লাগে যখন দেখিঃ ১) একজন ঘুস খেইয়া সারা জীবন অথচ শেষের দিগে লোক দেখানো কি না জানি না সারা দিম মসজিদে পড়ে থাকে ? ২) তবলিক করে ভালো কথা , হাতে পায়ে মোজা পরে তাও ভালো , পাশের বাড়ি যেতেও বোরকা পরে কোন আফসুস নাই , যখন বিয়া বাড়িতে যাওয়া হয় তখন সোনা দানা পড়ে বোরকা ছাড়া যাওয়া মানে কি ? ৩) যদি এতোই পর্দাশীল হওয়া দরকার তবে মহিলারা সোনাদানার প্রতি এতো লোভ কেন ? কাকে দেখাবে ? স্বামীকে ? কেমনে ? ঘরে সেজে !! ৪) কিছু মানুষ আছে যারা না জানে অনেক কিছু জেনে গেছে ভাব দেখায় তেমনই আমার দেশে মোল্লারা অল্প জেনে অনেক জানানোর চেষ্টা করে যাহা হিতে বিপরীত হয় !! ৫) অবিশ্বাসীদের মনে এতোই অবিশ্বাস এর অঙ্কুর জম্ম নেয় যে তারা সময় কাল , পাত্র , জ্ঞানকে উপেক্ষা করে শুধু লেবু কচলানী মারে ৬)মানুষ মানেই ভুলভ্রান্তি তবে সেই ভুলকে সহজ ভাবে নেওয়াই ভালো । উগ্রতা আমাদের কোন সমস্যার এর সমাধান দেয় না !! এখানে বলি আমাদের ধ্যর্য অনেক কম !! যা আমাদের হিংস করে তুলে !! ৭) কিছু মানুষ আছে যারা ধর্ম নিয়ে লাফালাফি করে , কোন মানুষ কোন অপরাধ করলো অথচ দোষটা টেনে আনে ধর্মের দিগে !! আরে বেকুব ধর্ম একটা জীবন ব্যাবস্থা এইহা কোনকিছু করতে অনুপ্রানীত করে না !! দোষটা হলো মানুষের ও তাদের সমাজের যাহা দ্বারা সে বা তারা আসক্ত !! টু বি কন.।.।.।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।