আমাদের কথা খুঁজে নিন

   

(আমার কিছু কথা...) ওই তোর বাপ জানে তুই তার ছেলে?

আমার লেখা পড়ে.................. ধরেন আপনার কারো সাথে ঝগড়া । বেশ কয়েকজন জানে এই ব্যাপারটা। আপনি একদিন অনেকের সামনে কিন্তু সবার কাছ থেকে কিছুটা দুরত্বে ডেকে তারে হালকা গলায় বললেন “ এই তোর বাপ কি জানে তুই তার ছেলে?” এ কথা শুনে সে আপনাকে আক্রমন করে বসতে পারে । সবাই দূর থেকে দেখবে সে আপনাকে আগে আক্রমন করেছে । আপনি পরে যদি বলেন যে আপনি তাকে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছেন তা হলে হয়তো অনেকে বিশ্বাস করবে ।

কিন্তু সে আপনাকে আক্রমন করেছে । বি.এন.পি এখন ইলিয়াস আলীকে নিয়া এমন একটা নোংরা খেলা খেলছে । এর পরিনাম যার জন্যই ভাল হোক ইলিয়ার আলীর জন্য হবে না । বি. এন. পি বারবার বলছে ইালয়াস আলীকে ফেরত দিতে হবে । এ কথা বলে তারা বোঝাতে চাইছে সরকারই ইলিয়াস আলীকে ধরে নিয়ে গেছে ।

তারা এতটা সিউর হলো কি করে? আর যদি ঘটনা সত্যিই হয় এভাবে বললে এতটুকু নিশ্চিত বলা যায় যে ইলিয়াস আলীকে ফেরত পাওয়া যাবে না । বি. এন. পি’র কথাবার্ত শুনে নিশ্চিত বোঝা যায় যে তারা ইলিয়াস আলীকে ফেরত চায় না । ধরেন সরকার ইলিয়াস আলীকে গুম করেছে । গণ জোয়ার দেখে সরকার ইলিয়াস আলীকে ফেরত দিতে প্রস্তুত । কিন্তু “ফেরত দিতে হবে” এই কথা শুনে তারা কি ফেরত দেবে? আমি হলে অন্তত দিতাম না ।

কারণ এত পুরো দোষ আমার ঘাড়েই আসবে । পালাবার পথ থাকবে না । ধরেন সরকার ইলিয়াস আলীকে গুম করেনি । গুম করেছে পূর্ব শত্রুতার জের ধরে কেউ । শীর্ষ সন্ত্রাসী পরে সংসদ সদস্য ইলিয়াস আলীর শত্রুর অভাব থাকার কথানা ।

ইলিয়াসের সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ইলিয়াস আলীর জেল, শাস্তি হয়েছিল বি. এন. পি’র আমলেই সবচে বেশী । বেগম খালেদা জিয়াই তাকে ঢাকা থেকে সিলেট পাঠিয়ে দেন । সিলেটে মরহুম সাইফুর রহমানের সাথে তার ঝামেলার কথা রাজনৈতিক সচেতন প্রত্যেকেই জানেন । যাই হোক নিজের ভাব মুর্তি বাচাতে সরকার ইলিয়াসকে খুজে বের করলো । কিন্তু “ফেরত দিতে হবে” এই কথা শুনে সরকার কি ফেরত দেবে ? তারা গুম করবে ।

কারণ দোষ না করেও সরকারের ঘাড়ে দোষ চাপবে । আর খুজে বের করলে বি. এন. পি বলবে সরকারই ইলিয়াসকে গুম করেছে । জনগনের চাপে এখন ফেরত দিয়েছে । আরেক ঝামেলায় পড়বে সরকার । আমি কি অযুক্তিক কিছু বললাম ? বন্ধ হোক এ নোংরা রাজনিতী ।

এভাবে চলে না , চলতে পারে না । এ মৃত্যু উপত্যকা আমার দেশ নয় । এ নোংরা অভিভাবক আমার হতে পারে না । বন্ধ হোক । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।