আমাদের কথা খুঁজে নিন

   

কবে পাব একটি গনতান্ত্রিক সরকার, যে সরকার হবে সাধারণ জনগণের জন্য?

আগুন্তক কাল সাভার থেকে বাসায় ফেরার পথে প্রচণ্ড জ্যাম এ পড়লাম। প্রায় ১ ঘণ্টা হেমায়েতপূরে আটকে থাকলো বাস। কোন নড়চড় নেই গাড়ির। আর কর্তব্যরত ২ ট্র্যাফিক পুলিশকে দেখলাম রাস্তার পাশের দোকানে পায়ের উপর পা তুলে আরাম করে চা খাচ্ছে আর কাণ্ডকারখানা দেখছে। অনেকক্ষণ পর কিছু ছেলে ( সম্ভবত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ) হাতে লাঠি নিয়ে এসে ট্র্যাফিক পুলিশের দায়িত্ব হাতে তুলে নিল।

তাদের চেষ্টায় আস্তে আস্তে জ্যাম কাটতে লাগলো এবং একসময় যান চলাচল স্বাভাবিক হয়ে এল। আমার কাছে মনে হলো এটি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির একটা রুপ। জনগণের নিজের অধিকার এবং সুযোগ সুবিধা আদায়ের জন্য জনগণকে বিশেষ করে তরুন সমাজকেই এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার এসব অধিকার এবং সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেবে সে আশা করাটা বোকামি। যদিও এটি তাদের প্রধান দায়িত্ব।

কিন্তু তারা নিজেদের নিয়েই ব্যস্ত। বিরোধী দল ও একই পথের পথিক। আর যা একটু সময় পান উনারা সেই সময়টিতে আরাম করে চা খেতে খেতে সাধারণ জনগণের দুঃখ দুর্দশা দেখে মজা নেন উনারা। তাই জনগণকেই এখন নিজের সুযোগ সুবিধা এবং অধিকার আদায় করে নেয়ার সময় এসে গেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।