আমাদের কথা খুঁজে নিন

   

আসেন সামুর মজা দেখি আর আনন্দ লুটি

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি . আমি বর্তমানের পোষ্টের চেয়ে সামুর অতীতের পোষ্টগুলো বেশী পড়ি ।সেই প্রথম থেকে দেখছি সামুতে একজন আরেকজনকে নিয়ে পোষ্ট দিয়ে গালগালি করে ।এ তাকে দেখতে পারে না তো সে তাকে দেখতে পারে না অযথাই ইস্যু তৈরি করে বিতর্ক ।সামুতে কোন ব্যাপারেই সবাইকে একমত হতে দেখলাম না। কি অদ্ভুত ! পিয়াল ,ফিউশনফাইভ এর আমল থেকে এখন পযর্ন্ত এই জিনিস দেখছি কেউ ঝগড়া পোষ্ট দিচ্ছে কমেন্ট পাওয়ার আশায় কেউ নিজেরে সেরা বানানোর আশায় কেউ নিজেকে পরিচিত করার আশায় ।কিছুদিন আগে সামুতে সেরা ব্লগার নিয়ে বিতর্ক হলো ,জিশান শাহ ,শিপু ভাইদের নিয়ে বিতর্ক হলো ,সাগু আস্তিক নাস্তিক বিতর্ক তো আছেই ।সামুতে সব শিক্ষিত ব্লগারাই আসে আর দেশের শিক্ষিত সমাজের মানুষিকতা যদি এমন থাকে একজন আরেকজনকে সহ্য করতে পারেনা তাহলে কি ভাবে কি ? আবার তারাই বলে একটি সমৃদ্ধ বাংলাদেশ বানাতে আমাদেরই হাতে হাত রেখে কাজ করতে হবে ! তারা নাকি তা অন্তর থেকে বিশ্বাস করে ! আজকে সামুতে ব্লগিং এর মুল থিম তো পুরোপুরি লুপ্ত ।সৃজনশীল লেখালেখিও প্রায় নাই ! তাই বর্তমানে সামুতে কিছু পড়ার পাইনা দেখি কিছু কিছু উচ্চ শিক্ষিত লোক কিভাবে ঝগড়া করে নিজেদের নীচু মানসিকতা প্রকাশ করে তাই দেখি আর মজা পাই ! মজাই শেষ কথা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.