আমাদের কথা খুঁজে নিন

   

অর্থপূর্ন ও বরকতময় নামাজ পর্ব ২/ নামাজ পড়ার পদ্ধতি:নামাজ শুরু করা

we need to read and understand the order given to us the QUR'AN and spread the TRUE message of ISLAM , The love for your fellow human, the respect for WOMEN, making world a Better Place নামাজ পড়ার পদ্ধতি:নামাজ শুরু করা ১। নামাজ পড়ার জন্য প্রথমেই নিয়ত করতে হবে অতঃপর দুই হাতে কাধের উপরে উঠানো / মেয়ে দের জন্য কাধ পযন্ত এবং মুখে বা অন্তরে/ মনে মনে নিয়ত বলা যে কোন নামাজ টা পরছি / বা পড়ব ২। তারপর আল্লাহুআকবার বলে নামাজ শুরু করা তাকবিরে তাহরিমা: আল্লাহু আকবার। (আল্লাহ তা’য়ালা সর্বশ্রেষ্ট্) আমরা আল্লাহু আকবার বলি নামাজের শুরুতে এবং এটা বলার মাধ্যমে আমরা নিজেকে বলছি যে "আল্লাহ তা’য়ালা সর্বশ্রেষ্ট্" আমাদের জীবনের সবকিছু থেকে আল্লাহ তা’য়ালা সর্বশ্রেষ্ট্। তাই আমাদের এখন নামাজে পূর্ন মনোনীবেশ করা উচিত আল্লাহর দিকে বাকী সব কিছু ভুলে. আল্লাহ তা'আলা সুরা ১৭) সূরা বনী ইসরাঈল ( মক্কায় অবতীর্ণ ), আয়াত ১১১ বলেছেনঃ وَقُلِ الْحَمْدُ لِلّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَم يَكُن لَّهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُن لَّهُ وَلِيٌّ مِّنَ الذُّلَّ وَكَبِّرْهُ تَكْبِيرًا 111 বলুনঃ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি না কোন সন্তান রাখেন, না তাঁর সার্বভৌমত্বে কোন শরীক আছে এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণে তাঁর কোন সাহয্যকারীর প্রয়োজন হতে পারে।

সুতরাং আপনি স-সম্ভ্রমে তাঁর মাহাত্ন বর্ণনা করতে থাকুন। وَكَبِّرْهُ تَكْبِيرًا :দুইটি শব্দই কাফ-বা-রা (ك-ب-ر) অথবা কাবার, যার মানে মহান হওয়া। كَبِّرْهُ কাবিরুন মানেঃ তাকে মহিমান্বিত করা, তার বড়ত্ব প্রকাশ করা, কিভাবে? تَكْبِيرًا তাকবিরা, আল্লাহু আকবার বলার মধ্যমে। এটাই সর্বোচ্চ এবং সর্বোওম উপায় আল্লাহর মহিমা ঘোষনা করার। কিন্তু, "আল্লাহু আকবার" এর গভীর একটা অর্থ আছে।

এটা শুধু মাত্র আল্লাহু আকবার নয়, এটাঃ আল্লাহু আকবারু মিন কুল্লি সাই'ইন- আল্লাহ সব কিছু থেকেই মহান। যখন আমরা বলি আল্লাহু আকবার, আমরা আসলে পুরো বাক্যটাই বুঝাই যদিও "মিন কুল্লি সাই'ইন", "সব কিছু থেকে" বাক্যতে উহ্য থাকে। যখন আমরা নামায শুরু করি তখন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান- তিঁনি সব কিছু থেকে মহান। তাই তখন আমরা মন থেকে সব কিছু সরিয়ে নিই, কারণ নামাযে মনে যা আসছে ঐসব থেকে আল্লাহ মহান! এটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অভ্যাস আমাদের নামাযে মনোযোগ কেন্দ্রিভুত করতে সাহায্য করে আর নামাযে আল্লাহর সাথে ভাল যোগাযোগ থাকে আর খুশু বৃদ্ধি করে। আমরা নামাযে আল্লাহু আকবার বলতেই থাকি এটা স্বরণ করতে যে, আল্লাহ সব কিছু থেকে মহান, তাই তোমার মন আল্লাহর এবং তাঁর স্বরণের দিকে দাও।

আল্লাহু আকবার শব্দটি "ইস্‌ম তাফদিল" এ অন্তর্ভুক্ত আরাবীক ব্যাকরণে, যার মানে হল এটি হল তুলনামূলক, সর্বোচ্চ /মহীয়ান নয়। আমরা জানি তুলনামূলক এ তুলনা হয়, যেমন আবদুল্লাহ, রফিকের থেকে ভাল। আর সর্বোচ্চ /মহীয়ান এ তুলনা হয় না, যেমন আব্দুল্লাহ সবচেয়ে ভাল। তাই আকবার বৃহত্তর বা সর্বাধিক/শ্রেষ্ঠ হতে পারে এই একটা হতে পারে। কিন্তু বৃহত্তর অর্থ হতে গেলে "আল" থাকতে হবে "আকবার' এর আগে, মানে "আল-আকবার" তখন এর মানে হবে সর্বোচ্চ /মহীয়ান. কিন্তু আল্লাহু আকবারে " আল আকবার" নেই তার মানে "আকবার" বৃহত্তর বুঝাচ্ছে।

তাই দেখতে পাচ্ছেন, আল্লাহু আকবারের পর একটা বিষয়/প্রসঙ্গ আসে যে তিনি কি থেকে মহান, তার মানে এই বিষয়/প্রসঙ্গ/উদ্দেশ্য টি হল "সব কিছু থেকে", কিন্তু আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী যে কোন বিষয়/প্রসঙ্গ/উদ্দেশ্য বসিয়ে নিতে পারেন। যেমন নামাযে আপনার বসের কথা মনে হল, পরে রুকু তে যাওয়ার আগে বললেন "আল্লাহু আকবার" তখন মনে মনে বললেন আল্লাহ মহান আমার বস থেকে। তাই মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, তখন অনুবাদটি আসলে শুধু " আল্লাহ সর্বশ্রেষ্ঠ " নয়, কিন্তু মুয়াজ্জিন আমাদের স্বরণ করিয়ে দিচ্ছেন যে "আল্লাহু আকবার" মানে আল্লাহ তাদের থেকে সর্বশ্রেষ্ঠ যা নিয়ে আপনি ব্যস্ত, যার জন্য আপনি মনে করতে পারেন কাজ আগে নামাজ নয় তাই মুয়াজ্জিন বলছেন আপনি যাকে গুরুত্বপুর্ন মনে করছেন ( যেমন অফিস, অনুস্ঠান বা অন্য কিছু) তা বন্ধ করে সর্বাধিক গুরুত্বপুর্ন কাজ মানে নামাজে আসুন. তাই আমরা যখন বলি আল্লাহু আকবার, এর মানে আল্লাহ সব কিছু থেকে মহান। নোট: ছোটবেলাতে মসজিদে হুজুর বলেছিলেন যখন নামাজ পড়বে তখন মনে করবে তোমার পিছনে জাহান্নামের আগুন সামনে বেহেস্ত আর উপরে আল্লাহ তোমায় দেখছেন তাই মাথা নিচু করে আল্লাহকে সম্মান প্রদর্শন করে নামাজে মনোনীবেশ কর.নামাজ মানেইতো আল্লাহর কাছে সাহায্য প্রর্থনা. শিক্ষা: নামাজে দাড়ানোর মাধ্যমে আমরা খারাপ অবস্থায়, দুঃখের সময় দৃঢ়/প্রবল/মজবুত/শক্ত /বলিষ্ঠ ভাবে মোকাবেলার শিক্ষা পেতে পারি, আমরা নিরহঙ্কারও নম্র হতে শিখি এবং নামাজে যেমন আল্লাহর দিকে নম্র ভাবে দারাই ঠিক তেমনি আমাদের পিতামাতা ও বয়োজোস্ঠ্য ও আশেপাশের মানুষদের সম্মান করতে শিখি বিদ্র: আমি যথা সাধ্য চেস্টা করেছি কোরআন বা সহীহ হাদিসের রেফারেন্স + ছবি ও ভিডিও সহ দিতে . যদি ভুল ভ্রন্তি হয় ক্ষমার চোখে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যাতে শুধরে নিতে পারি। সাথে থাকুন ইনশাআল্লাহ পযায়ক্রমে বাকি গুলোও পোস্ট করব ১১ টা পোস্টের মাধ্যমে আমার ব্লগে প্রকাশ করেছি পিডিএফ আকারেও সবগুলো একসাথে আছে লাগলে ঘুরে আসতে পারেন Click This Link পুবের পোস্ট: অর্থপূর্ন ও বরকতময় নামাজ পর্ব ১ / ওযু ও নামাজের সাধারন বিষয় সমুহ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.