আমাদের কথা খুঁজে নিন

   

জলে কুমির ডাঙ্গায় বাঘ

আজ একটা গল্প শুনাব। ঠিক যেন শেষ বিকাল এর মত ঘটনা ১-ঃ সেবার আমি গ্রামের বাড়িতে ছিলাম। সময়টা আলু তোলার সময়। উত্তরবঙ্গের এই সাইডে যেন মেলা বসেছে। শত শত ট্রাক আসছে আর আলু নিয়ে যাচ্ছে।

এবার আলুর ফলন হয়েছে বাম্পার। কিন্তু কোথা থেকে কি হল কিছুই বোঝা গেল না। আলুর মণ ৮০ টাকা। মানে প্রতি কেজি আলুর মূল্য ২ টাকা। কিন্তু ঢাকা শহরে এসেই সে আলুর কেজি ১৬ টাকা করে।

ঘটনাটি ২০০৪ সালের বি.এন.পি. ও তার জোট সরকারের আমলে। ঘটনা ২-ঃ কত জল এল আর গেল। শোনা যাচ্ছে সূর্য নাকি পশ্চিম দিকে ও উঠতে পারে। তাহলে এত বছর যে ট্রান্সলেশন গুলো করেছিলাম তা কি ভুল হয়ে যাবে। আচ্ছা আপাতত এইসব বাদ দেই।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা(আরও অনেক কন্যা এ মুহূর্তে মনে আসছে না) এবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন তার সরকার লোডশেডিং শব্দটাকে জাদুঘরে পাঠিয়ে দেবেন। এখন মনে হচ্ছে তিনি কথা ভুল বলেননি তার সরকার সত্যি সত্যি বিদ্যুৎকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। উপরের ঘটনা দুই সরকারের আমলে ঘটা আমার মতে সবচেয়ে মজাদার ঘটনা। জনগনের বিনোদনের দরকার আছে এবং দুই সরকার আমাদের বিনোদন দিয়ে যাচ্ছেন। কিন্তু বিনোদনের পাশাপাশি এ দুই সরকার আমাদের অনেক কিছুই দিয়েছে আমরা নির্বোধ জনগন তা দেখতে পারিনি।

যেমন- বি.এন.পি. ও তার জোট সরকার আমাদের উপহার দিয়েছিল রেব আর বাংলাভাইদের কে। আবার দেয়া নেয়ার প্রতিযোগিতার বাজারে আওয়ামীলীগ ও কিন্তু পিছিয়ে নেই তাদের শাসনামলে সমান তালে চলছে খুন,হত্যা,গুম। যতটুকু শোনা যাচ্ছে এই সব গুমের পেছনে নাকি বি.এন.পি. সরকারের বিখ্যাত রেব ভাইদের হাত আছে। সেদিন গোপন ভিত্তিতে খবর জানলাম গুম হওয়ার আসল কারন নাকি হচ্ছে এলিয়েন। তারা মানুষকে বোঝার চেষ্টা করছে।

কিন্তু তাদের কেন মেরে ফেলা হচ্ছে তা এখনও জানা যাচ্ছে না। কিন্তু ব্যাতিক্রম সব জায়গায় আচ্ছে- ঠিক তেমন ব্যাতিক্রমটা দেখা গেছে মুফতি আমীনির ছেলের বেলায়। ভাগ্যবান হে তুমি,এ ধরণীএ দেশ পেয়েছিল তোমাকে। কোন কবি না লেখক বলেছিলেন “উটের পিঠে চলছে দেশ। ” আমার অনেকদিন ধরেই তাকে জিজ্ঞাস করতে ইচ্ছা করছে উট কোথায় পেলেন আপনি।

আমি ত দেখছি দেশ এখন ম্যাডাম এবং কন্যাদের হাতে। যেখানে জলে কুমির হলে ডাঙ্গায় বাঘের ভয়ে কাঁপতে হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।