আমাদের কথা খুঁজে নিন

   

একই গর্ভে ৯ সন্তান!

মেক্সিকো সিটি, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একসঙ্গে ৯ সন্তানের মা হতে যাচ্ছেন মেক্সিকোর এক নারী। তার গর্ভের ছয়টি মেয়ে ও তিনটি ছেলে শিশু এখন পৃথিবীর আলো দেখার অপেক্ষায়। মেক্সিকোর টেলিভিশন চ্যানেল টেলিভিসা বৃহস্পতিবার রাতে এ খবর জানায়। উত্তরপূর্ব মেক্সিকোর কোয়াহুইলা রাজ্যের এই নারীর নাম কার্লা ভানেজা পেরেজ। কোয়াহুইলার প্রধান শহর সাতিল্লোর এক হাসপাতালে চিকিৎসকের তত্ত্ববধানে আছেন তিনি।

চিকিৎসকরা বলছেন, সন্তান ধারণ করার জন্য বিশেষ চিকিৎসা গ্রহণের ফলেই তার গর্ভে এতোগুলো শিশু এসেছে। মেক্সিকোর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নোটিমেক্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ২০ মে পেরেজের ৯ সন্তান ভূমিষ্ঠ হতে পারে। “বাচ্চাদের কার কি নাম হবে তা এখনও ঠিক করিনি, এখনও অনেক সময় আছে। সবকিছু যেন ভালোয় ভালোয় হয়, তা নিয়েই ভাবছি আমি,” নোটিমেক্সকে বলেন পেরেজ। তার আশা অনুযায়ী ‘সব ভালোয় ভালোয়’ হলে এক সঙ্গেবহুসন্তান জন্ম দেওয়ার একটি রেকর্ড হবে এটি।

এর আগে ২০০৯ সালে ক্যালিফোর্নিয়ার এক নারীর একসঙ্গে আট সন্তানের জন্ম দেওয়ার ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।