আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামীক দর্শন নারী ও পুরুষের একত্রে বিচরণ বা কমোন জেন্ডার এবং আমাদের অগ্যতা

নআুবডমভ রযৃফন নারী ও পুরুষের একত্রে বিচরণ বা কমোন জেন্ডারকে ইসলাম সমর্থন করে। যারা হজ্জ পালন করেছেন তিনারা জানেন যে, সেখানকার এবাদত টি কমোন জেন্ডার ভিত্তিতে নারী ও পুরুষ একসাথে পালন করে থাকে। আবার আবদুল্লাহ ইবনু মাসউদ (রঃ) এর কাছে অন্য সাহবীদের স্ত্রীরা যখন শিক্ষাগ্রহন করতে আসতেন সেখানেও কমোন জেন্ডার বা নারী ও পুরুষ একসাথে শিক্ষাগ্রহন করেছেন বলে জানাযায়। ইসলামই একমাত্র ধর্ম যেখানে নারীর সমঅধিকারের পরিবর্তে নারীর পূর্ণঙ্গ অধিকার নিশ্চিত করার হয়েছে । সে কারনে এটা ভাবলে চলবে না যে, ইসলাম নারী ও পুরুষের একত্রে অবাধ মেলামেশাকে সমর্থন করে অবশ্যয় একত্রে অবাধ মেলামেশাকে ইসলাম সমর্থন করে না ।

সাথে সাথে বেপর্দা, বেহায়াপনা, অবাধ শারীরিক মিলন, অশ্লীলতাকে সমর্থন করে না। ইসলাময়ে নারীর আধিকার বলতে কি বোঝানো হয়েছে? যদি কোন স্থানে প্রকৃতিক দুর্যোগে অথবা যেকোন কারনে মহা বিপর্জয় ঘটে শুধুমাত্র একজন নারী্‌ ও একজন পুরুষ জীবিত থাকে সে অবস্থায় যদি একটুকরা কাপড় পাওয়া যায় তাহলে সেটা কিভাবে বন্ঠন করা হবে? অবশ্যয় সেটার সম্পূর্ন ভাবে নারীকে বন্ঠন করা হবে। এটা-ই নারীর অধিকার। একজন নারীর যে শারীরিক অক্ষমতা রয়েছে সেটাকে বিবেচনা করে সমঅধিকারের পরিবর্তে ইসলাম নারীর পূর্ণ অধিকার নিশ্চিত করেছে। কর্মক্ষেত্রে যেমন নারীর পৃথক বাথরুম থাকা, পৃথক কমনরুম থাকা নারীর অধিকার, নিরাপত্তার ক্ষেত্রে শারীরিক অক্ষমতা বিবেচনা পূর্বক বিশেষ নিরাপত্তার ব্যবস্থাকরাও নারীর অধিকার।

কেউ যদি একজনের মৃত্যুর কারনে বা তাঁর ব্যাতিক্রমী শারীরিক চাহিদার কারনে একাধিক নারীর সাথে মিলিত হতে চাই তাহলে তাঁর সর্বপ্রথম ইনসাফ প্রতিষ্টা ও অধিকার নিশ্চিত করতে হবে এবং তা চারের বেশি হতে পারবে না। যে সকল মানুষের ইসলামী জ্ঞাননেয় তিনারা এবং মিডিয়া হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা দাবীর বিরুদ্ধে অত্যন্ত নগ্নভাবে অপপ্রচার চালাচ্ছে যা অতন্ত দুঃখ্ জনক। আল্লাহপাক আমাদের সঠিক বুঝ দানকরুন আমিন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।