আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়ার নতুন আইনে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ

লিবীয় কর্তৃপক্ষ মঙ্গলবার রাজনৈতিক দল গঠন সংক্রান্ত একটি নতুন বিল পাস করেছে। নতুন এই আইনটির আওতায় ধর্মীয়, আঞ্চলিক বা উপজাতীয়ভাবে রাজনৈতিক দল গঠন ও বৈদেশিক তহবিল নিষিদ্ধ করা হয়েছে। ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের এক সদস্য এফপিকে বলেন, ‘আঞ্চলিক, উপজাতীয় অথবা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোন রাজনৈতিক দল বা সংগঠন গঠন করা যাবে না।’ আইন প্রণয়ন কমিটির সদস্য মুস্তফা ল্যান্ডি বলেন, ‘নতুন আইনের আওতায় বিদেশে রাজনৈতিক দলগুলোর কোন শাখা থাকতে পারবে না অথবা বিদেশ থেকে তারা কোন তহবিল গ্রহণ করতে পারবে না।’ তিনি জানান, মঙ্গলবার রাতে পাশ হওয়া আইনটির আওতায় রাজনৈতিক দলগুলোর কমপক্ষে ২৫০ জন ও সমিতিগুলোর ১০০ প্রতিষ্ঠাতা সদস্য থাকতে হবে। লিবিয়ার সাবেক লৌহমানব মোয়াম্মার গাদ্দাফির শাসনামলে কয়েক দশক ধরে সব ধরনের রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিলো। গত বছর গণঅভ্যুত্থানের মাধ্যমে তার উচ্ছেদ ঘটে এবং তিনি বিদ্রোহীদের হাতে নিহত হন। লিংক

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.