আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ ন্যু ক্যাম্পে আজ আগুনের স্ফুলিঙ্গ !!! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ নাহ...!!! এভাবে আর চলতে পারে না...!!! এক বার্সেলোনা ক্লাব ফুটবলে সাড়া বিশ্ব শাসন করবে আর তাবত কোটি কোটি ইউরো খরচে টীম গঠন করে সব্বাই চেয়ে চেয়ে দেখবে বার্সেলোনার ভিন গ্রহের দলের পরিণত হওয়া...!!! এদের রুখতে হবে...যদি নিজস্ব সত্ত্বা কিংবা খেলার আদর্শ বিলীনও করে দিতে হয়...তবুও!!! আজ বাংলাদেশ সময় রাত ১২:৪৫ মি. নিশ্চয়ই ন্যু ক্যাম্পে চেলসি এই পণই করে খেলতে নামবে...যেমন গত খেলায় রিয়াল মাদ্রিদ করেছিল...ডিফেন্স সুসংহত রেখে কাউন্টার অ্যাটাক নির্ভর পরিকল্পনা নিয়েই মাঠে নামবে তারা... টানা দুই ম্যাচে হার আর তাই বার্সেলোনার হতাশায় আজ আরেকটি পোঁচ দিতে চায় চেলসি...পেপ গার্দিওলার দলকে ডোবাতে চায় হ্যাটট্রিক পরাজয়ের তিক্ততায়...উল্টো পিঠে হ্যাটট্রিক পরাজয়ের গ্লানি নয়...বার্সেলোনা মাঠে নামছে আগের দুই হারের কালিমা মুছে ফেলার প্রতিজ্ঞা নিয়ে...সুতরাং, ন্যু ক্যাম্পে আজ আগুনের স্ফুলিঙ্গ ছড়ানোরই আভাস... কাজটা বার্সেলোনার জন্যই কঠিন। প্রথম লেগে চেলসির মাঠ থেকে ১-০ গোলে হেরে এসেছে গার্দিওলার দল...চার মৌসুমে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে হলে বার্সেলোনাকে জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে... ১-০ গোলে এগিয়ে থাকা চেলসি ন্যু ক্যাম্পে কোনোরকম ড্র করতে পারলেই চেলসি পেয়ে যাবে ফাইনালের টিকিট...চেলসি সর্বশেষ লিগ ম্যাচে আটজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে ফুরফুরে মেজাজে। আর ওদিকে টানা খেলার ধকলে ক্লান্ত বার্সা। যদিও তাদের জন্য সুসংবাদ, শিবিরে নতুন চোট-শঙ্কা নেই। সম্ভাব্য সেরা অস্ত্রে সজ্জিত হয়েই ঝাঁপিয়ে পড়ছেন গার্দিওলা...ডিফেন্ডার পিকেকে পাচ্ছেন এই লড়াইয়ে... প্রথম লেগের নায়ক দিদিয়ের দ্রগবা খেলবেন বলে সবাই আশাবাদী...তবে সংশয় এখনো কাটেনি... গোলের বান বইয়ে দিলেও ইউরোপিয়ান প্রতিযোগিতার সেমিফাইনালে গোল তাদের কাছে সোনার হরিণ। ঘরের মাঠে ইউরোপিয়ান সেমিফাইনালের সর্বশেষ সাত ম্যাচে বার্সা গোল করেছে মাত্র দুটি! জয় মাত্র এক ম্যাচে। অন্যদিকে চেলসি সর্বশেষ তিনবারই ন্যু ক্যাম্প থেকে ফিরেছে ড্র করে। আজও তা করতে পারলে কপাল পুড়বে বার্সার...!!! তবে চেলসি যদি বার্সাকে তাঁদের সহজাত খেলার পরিবেশ সুযোগ করে দেয়...তবে খেলার ফলাফল অন্য রকম হতে পারে...গোলের বন্যায় ভেসে যেতেও পারেতারা... তেমনটি নিশ্চয়ই চাইবেনা তারা...!!! এদিকে সমর্থকদের জরিপে ১৭% মনে করে খেলা ড্র হবে...বার্সা ২-১ চেলসি ভোট পড়েছে ১৫% আর ১১% মনে করেন তা ৩-১ এ বার্সার পক্ষেই যাবে...!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।