আমাদের কথা খুঁজে নিন

   

মল্লিকা-মাধুরী

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. একটি মায়ে আঁচল পেতে আপন বাগে ফুলতুলে সেই বাগানের দুইটা ফুলে মনের সুখে যায় যে দুলে শান্ত এবং দুষ্টু তবে দুজন অনেক তুলতুলে। ফুলের মতো ফুল যে তারা মল্লিকা আর মাধুরী আদর করে বাপ ও মায়ে আলো ফুটায় দুজন গাঁয়ে সবার এদের বাসে ভালো কারণ তারা আদুরী। মল্লিকাটার জন্ম হলো কালবোশেখীর মাসে চঞ্চলা মেয়ে মাধুরীটার আগস্ট মাসে জন্ম গীটার ফুলপাখিরা প্রীতি জানায় তাদের ভালবাসে। ওরা হাসুক মন খুলে ভাই প্রজাপতির মেলায় দুজন অনেক সুখে থাকুক জীবনেরই স্বপ্ন আঁকুক আকাশ যেন ছুঁতে পারে জীবনেরই ভেলায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।