আমাদের কথা খুঁজে নিন

   

নাহ, প্রতিবাদের আর ভাষা নেই!!

পরপর ৩ দিন হরতাল! গরীব মানুষের কিভাবে রোজগার হচ্ছে- তা কি বিরোধী দল খোজঁ নিয়েছে? সরকার কি খোঁজ নিয়েছে? না, কেউ নেয়নি। এইচ এস সি পরীক্ষা কবে শেষ হবে? আমাদের বড় পরিচয়, আমরা মানুষ। কে এখন খারাপ, কে আগে খারাপ ছিল; তাই তার গুম, অপহরণ ঠিক আছে, সজিানো নাটক- এসব সর্বনাশা কথা বলা সরকারের একেবারেই উচিত না; বিরোধী দলেরও আগ বাড়িয়ে এর-ওর দোষ দেয়া ঠিক না। যার যায়, সেই বোঝে! এই যে এতগেলো মানুষ মরলো, এতগুলো গাড়ি পুড়লো, অর্থনীতির ক্ষতি হলো-- এতে হাসিনা-খালেদার কিচ্ছু হয় নি। তারা তো ব্যবসায়ী ও কসাই! একজন আরেকজনের গত শাসনামলের কুৎসা হাইতে গাইতেই জীবন-যৌবন আর এই ৩ বছর পার করে দিলো?!! গতকালের হানিফ সাহেবের কথার উদবধৃতি দিয়েই শেষ করছি- ৫-১০ বছর আগের হত্যা-গুম রাজনিতির কারণেই যদি আজ ইলিয়াস আলীর গুম জায়েজ হয়, তাহলে হয়তো মুজিব এবং জিযার বন্দুকের গুলিতে লাশ হবার মতো যুক্তি তাদের খুানদের মনে টেকসই ছিল! রাস্ট্রের দায়িত্ব, অপরাধের তদন্ত করা, সহনশীল হওয়া, নাগরিককে নির্ভরতা দেয়া; খোটা দেয়া না। আমরা সত্যিই ভয়ে আছি! এরপরে কার পালা-- আমি নিজে নই তো??!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।