আমাদের কথা খুঁজে নিন

   

শব...নীলাঞ্জনা নীলা

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল **জীবনানন্দ দাশের স্যুরিলিয়াজম ভাবনায় অনুপ্রাণিত হয়ে** নীল হয়ে যাওয়া শবের গলিত মাংসে ভীড় করে ভ্যাম্পায়ার নীল মাছি গহীন অন্ধকারে জ্বলে ওঠে এক ঝলক আগুণ বেড়িয়ে যায় শরীরের শেষ রক্তটুকু সেই আগুণে পোড়া চামড়ার গন্ধে মাতাল ভাবনায় দোলে নির্জন রাত ভদকা এবং শ্যাম্পেনের জোয়ারে টগবগিয়ে ফুঁটে লাল - নীল অপ্সরী শরীর হরিণ দৃষ্টি স্থির হয়ে দেখে যায় কালো আর গোলাপী আলিঙ্গন ক্রমশ কি ঘোলা হয়ে যায় মস্তিষ্ক ? পচন ধরে তাই কি জামরাঙ্গা অস্তিত্ত্বে ! ৪/৩৬ হালতু, যাদবগড় কলোনী, কলকাতা ৪ সেপ্টেম্বর , ১৯৯৯ ইং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।