আমাদের কথা খুঁজে নিন

   

সাইয়াকথন: ১:- আমার দেখা একজন ভিনদেশী সাইয়া ও একটি সত্য ভালুবাসার কাহিনী!!!

বিষাদময় জীবন এগিয়ে যায় যুক্তিহীন মৃত্যুর দিকে !!! ডিসক্লেইমার : প্রথমত এইটা একটা ফান পোস্ট। এই পোষ্টে উল্লেখকৃত সকল ছবি ইন্টারনেট থেকে নেয়া এবং পুরো লেখাটাই লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবজীবনের কারও সাথে কোনরুপ মিল পাওয়া গেলে সেটা নেহায়েত কাকতাল মাত্র। আর কেউ যদি কোন মিল খুজেও পান সেটা তার এন্টেনার মালফাংশন বলেই গণ্য হবে। এর জন্য লেখক কোনভাবেই দায়ী না।

******* ********** ************** ****************** *********************** একদা কথিত ভিনদেশি সাইয়া ভাবিতেছিল কি করিয়া ব্লগের বলদ লুলগুলারে ফান্দে ফেলা যায়...পূর্বের টেকিহেল্প চাইয়া দেয়া পোস্টগুলাতে তেমন কোন রেসপন্স পাওয়া যায় নাই...। এইবার যেভাবেই হউক একটা গরম পোস্ট প্রসব করিতে হইবে। ভাবিতে ভাবিতে তিনি একখানা ভিন্নরকম পোস্ট প্রসব করিবার ইচ্ছা পোষন করিলেন। তিনি ঠিক করিলেন উক্ত পোস্টের বিষয়বস্তু হইবে ব্লগে প্রচলিত বিভিন্ন পরিভাষা (সুশীলরা উহাকে কুভাষাও বলিয়া থাকেন) দ্বারা আসলে কি বুঝায়? মোটামুটি সব আইটেমগুলি উল্লেখ করিলেও "চোরের মন পুলিশ পুলিশ" প্রবাদের স্বার্থকতা প্রমাণের নিমিত্তেই নিজের ক্যাটাগরি বাদ দিয়াই বাকিগুলার অর্থ জানিবার ইচ্ছা পোষণ করিয়া (আসলে বলদ লুলগুলারে খাবি খাওয়ানোর জন্য) "ব্লগে প্রকাশ করুন" বাটন টিপিয়া দিলেন। তিনি ওয়াচে থাকিলেও পোস্টে পাঠক সমাগম বাড়াইতে কোন প্রকার সমস্যা দেখা দেয় নাই।

ব্লগের বড় বড় ব্লগার, যাহারা নতুন ব্লগারদের পিছনে ঠেলা প্রদান করিয়া তাহাদেরকে সবার সামনে তুলিয়া ধরেন, তাহাদের সবার ব্লগে উনি ২ মিনিট পর পর মুখ দেখাইয়া আসিতেন। যদিও পাঠক সমাগমের ব্যাপারটার সহিত এই অধমেরও কিছুটা অবদান রহিয়াছে, তবে উনি যে পরিমান হিট খাইয়াছিলেন তা একান্তই উনার কৃতিত্ব বলিলেও ভুল হইবে না। তো পোস্ট তো প্রকাশ করা হইল, এখন হিট বাড়াইতে হবে !!! কিভাবে বাড়াইতে হবে তার ছলাকলা উনার কেমন রপ্ত তা আগেই বলিয়াছি। এইখানে আমার কি ??? আমার কিছু না। উনি পোস্ট প্রসব করিবার পরেই কি মনে করিয়া জানি আমার ব্লগে বার বার উকি দিতে লাগিলেন।

আমিও আর সামলাইতে না পারিয়া (লুলু কট ) উপস্থিত হইলাম উনার ব্লগবাড়িতে, গিয়াই দেখিলাম উনার নেকু নেকু পুষ্টটি। যেহেতু ব্লগে গিয়াছি, কমেন্ট না করিলে কেমন না জানি দেখাইবে। উক্ত কারনেই আমি ভদ্রতা করিয়া বলিলাম- আপনি একটা আইটেম বাদ দিয়াছেন। উক্ত আইটেমটি ব্লগের একটি হট আইটেম...!!! সুতরাং ঐটার অর্থ আপনাকে অবশ্যই জানিতে হইবে। আগেই বলিয়াছি চোরের মন পুলিশ পুলিশ...!!! সাইয়ার মনের মধ্যে চোর পুলিশ খেলা শুরু হইয়া গেল।

সে ভাবিল- এই বুঝি আমার ধুতি খুলিয়া নিল । যদিও এহেন কোন ইচ্ছা আমার কোনকালেই ছিল না। আমিও সেই নিমিত্তেই পোস্ট পর্যবেক্ষনে রাখিয়া বিদায় নিলাম। পোস্ট পর্যবেক্ষনে রাখিবার উদ্দেশ্য ছিল লুলীয় ব্যাক্তিদের লুল ফেলা পর্যবেক্ষন করা। এই উদ্দেশ্য উক্ত পোস্টসহ আরও বেশ কয়েকটি পোস্টের ক্ষেত্রেই সফল হইয়াছিল।

ঐ পোস্টে করা কমেন্টটির কারনেই হউক কিংবা উনার অ্যাটেনশন সিকিং টেন্ডেন্সির (ঐটাই স্বাভাবিক)কারনেই হউক...উনি আরেকটি আগুন পোস্ট প্রসব করিলেন যাতে আমার প্রতি এক গুরুতর অভিযোগ করা হইল। উনার অভিযোগ আমি উনাকে সাইয়া বলিয়াছি , এবং এই কষ্টে উনি ছাদ থেকে লাফাইয়া পড়তে গিয়া পড়েন নাই । আমার তো আক্কেল গুড়ুম হইয়া গেল। উনি অভিযোগ পেশ করিয়াই ক্ষ্যান্ত দিলেন না, উনি ব্লগকে ফেসবুকের মতই ভাল পান ইহা প্রমাণের জন্য উনার কিছু অন্দরমহলের ছবিও ক্যাপশনসহ প্রকাশ করিলেন, যাতে মানুষে (লুল মানুষ পড়িতে হইবে) উনাকে সাইয়া না ভাবে। কিন্তু কতিপয় দুষ্ট ব্লগার তাহা মানিয়া নিতে পারিল না, ফলাফল স্বরুপ জুতা নিক্ষেপ শুরু হইল।

জুতায় জুতায় উনার পোস্টখানি ভরিয়া গেল। প্রথম প্রথম উনি জুতা খাইয়াও খুশি ছিলেন। কিন্তু কিছুক্ষন পর আর জুতার আধিক্য সহ্য করিতে না পারিয়া নিষ্ঠুরভাবে ব্লগারদের ব্লক করা শুরু করিলেন। এবং নিজে জেনুইনিটি প্রমাণ করিতে পোস্টটি ড্রাফট করিলেন। ভালুবাসার কাহিনী ২য় খন্ডে সমাপ্য ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।