আমাদের কথা খুঁজে নিন

   

" ল্যাঞ্জা is very Difficult to Hide"

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D লাখখানেক বছর আগে নাকি মানুষের পূর্বপুরুষদের লেঞ্জা আছিলো । বিশ্বাস করতে পারি নাই কোনদিন , এখন দেখি কথাটা হয়তো পুরাপুরি মিছা না । কালক্রমে তা শরীর থেকে হারাইয়া গেছে , কিন্তুক মনের থেইকা হারায় নাই । লেজুবৃত্তিতে এককেক জনের থেকে এককেক জন কম যায় না। একজনের সাথে আরেকজনের একটা কথা মিলছে বেস তারা ভাই ভাই , দুই দিন পরে আবার না মিল্লে জন্ম শত্রু ।

'0' (শুন্য) সংখ্যাটার মান নেই তবুও কিন্তু সেটা একটা সংখ্যা । আপনি যদি বলেন আপনি কোন ধর্মে বিশ্বাস করেন না , সেটাও একটা বিশ্বাস। কোন বিশ্বাসকেই আঘাত করা উচিত না , কিন্তু যদি করেই ফেলেন তবে হিতে-বিপরীত হতে পারে তা চিন্তা করেই করতে হয় । কিন্তু সেটা নিয়া কথা বল্লেই, কারো কারো গুটানো লেঞ্জা বাইর হইয়া যায় । তাই বলতে ইচ্ছা করে , As they say , " ল্যাঞ্জা is very Difficult to Hide" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।