আমাদের কথা খুঁজে নিন

   

না বলা ইশারায় বলে যাব

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই আমাদের সুদূর পূর্বপুরুষের গল্পে কোনো ক্লাইমেকস নেই, নেই টান টান পলক স্থির মুগ্ধতা- নপুংসক রক্তের বীজ শরীরে নিয়ে আসমুদ্রহিমাচলে আমাদের উদ্ধত বিচরণ -এমন উচ্চারণে হয়ত চেতনার পাগড়িধারীদের হলকা বর্ষিত হবে, নিষিদ্ধ ঘোষিত হবে আমার শব্দঘর, তবু আমি না বলা ইশারায় বলে যাব ধিক হে পিতা, পিতামহ- তোমাদের গর্বিত ইতিহাসের পঙ্গুব উত্তরাধিকার আজ কুলাঙ্গার কুশিলব লক্ষ শহীদের লজ্জিত আত্মার বিলাপ আটকে থাকে চাহিদার স্থুলতায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।