আমাদের কথা খুঁজে নিন

   

অতি পুরাতন কথা

একজন বললেন হে জ্ঞানী দীর্ঘ পথ হেঁটে পেরিয়ে এসেছি পাথার আশায় আছি এবার শুনবো নুতন কথা। বললেন তিনি অকারনেই এসেছো হেঁটে এতোদূর জগতের সকল কথাগুলি সকলি বলা হয়ে গেছে কবে শুধুই খোঁজার পালা বাকি। হতাশ হয়ে বললেন একজন যদি তাই হয় সত্য ভাষন বৃথাই কি তবে এই পথ চলা? মোটেও সত্য নয় তা আমিও তোমার খোঁজার সাথী জেনো আশায় আছি যদি করুনা করে আমাকেও সাথে নাও পথে। টেনেসী। এপ্রিল ২১, ২০১২।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।