আমাদের কথা খুঁজে নিন

   

স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর ৪খন্ড করে পাষন্ড স্বামী

সাংবাদিক ইলিয়াছ রিপন চট্টগ্রামের বন্দর নিউমুরিং বাসায় এক গৃহবধূকে গলাটিপে হত্যার পর তার লাশ ৪ টুকরো করেছে পাষন্ড স্বামী। পরে বাক্স ভর্তি করে গ্রামের বাড়ীতে নেয়ার পথে শনিবার রাত সাড়ে ৯টায় ফেনীর ছাগলনাইয়া থানা লাশসহ পুলিশের হাতে ধরা পড়েছে ঘাতক স্বামী সাইফুল ইসলাম জুয়েল। নিহত গৃহবধূর নাম ফারহানা ইয়াসমিন মিলি (৩২)। গ্রেফতারকৃত ঘাতক স্বামী সাইফুল নিজ স্ত্রীকে হত্যার পর লাশ ৪ টুকরো করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাঈনুল আবসার জানান, চট্টগ্রাম বন্দরের শ্রমিক সাইফুল ইসলাম জুয়েল বন্দরের নিউমুরিং আবাসিক এলাকায় তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

দাম্পত্য কলহ এবং মানষিক অশান্তির কারণে শুক্রবার বিকেলে স্ত্রী ফারহানা ইয়াসমিন মিলিকে গলা টিপে হত্যা করে। এদিকে এই খুনের ঘটনা ধামাচাপা দিতে সে স্ত্রীর লাশকে ৪ টুকরো ফেলে। শনিবার সন্ধ্যায় লাশের টুকরো আইসক্রীমের বাক্সে ভরে তা গ্রামের বাড়ী মীরসরাই ফেনীর সীমান্ত এলাকা ছাগলনাইয়া থানার শুভপুর এলাকায় নিয়ে যাচ্ছিল। ফেনীর স্থানীয় সাংবাদিক নাজমুল হক শামীম জানান, রাত সাড়ে ৯টার দিকে সিএনজি টেক্সী করে যাওয়ার সময় শুভপুর চেক পোষ্টের সামনে পুলিশ সিএনজি টেক্সী থামিয়ে বাক্সের মধ্যে কি আছে জানতে চাইলে সাইফুল পুলিশকে জানায় এর মধ্যে ইলিশ মাছ আছে তা বরফ নিয়ে সে গ্রামের বাড়ীতে নিয়ে যাচ্ছে। এতে পুলিশের সন্দেহ হলে তারা বাক্সটি খুলতেই মহিলার লাশের টুকরো দেখতে পায়।

পরে বাক্সসহ সাইফুলকে ছাগলনাইয়া থানায় নিয়ে যায়। ঘাতক সাইফুল ছাগলনাইয়া উপজেলার বল্লভপুর গ্রামের মন্তু ড্রাইভারের পুত্র বলে জানাগেছে। সে পুলিশকে জানায়, শুক্রবার হালিশহরে তার বাসায় স্ত্রী ফারহানা ইয়াসমিন মিলিকে শ্বাসরোধ করে হত্যা করে। মৃতদেহ ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ৪ টুকরা করে আইসক্রিমের বাক্স করে করব দেয়ার জন্য গ্রামের বাড়ীতে নিয়ে যাচ্ছিল। সে নিহত স্ত্রী মিলির গ্রামের বাড়ী খুলনা বললেও ঠিকানা জানাতে পারে নি।

খবর পেয়ে ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.