আমাদের কথা খুঁজে নিন

   

আজব কিন্তু গুজব নয়..........!!!!!!!!!

এ শহর ছেড়ে আমি পালাব কোথায় আজব কিন্তু গুজব নয়..........!!!!!!!!! . . . 2/ আমেরিকার হাইওয়েতে গাড়ি চলে ১২৩,০০০,০০০টি। 3/ ব্রাজিলে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সড়ক'মনুমেন্টাল এক্সিস'-এ একসঙ্গে ১৬০টি গাড়ি চলাচল করতে পারে। 4/ আমেরিকায় ১,৫২৫,০০০,০০০ মাইল টেলিফোনের তার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। 5/ আমেরিকার কলেজগামী ছাত্রদের শতকরা ২৭ জনই মনে করেন 'জীবন মানে হলো ক্রমবর্ধমান দোজখ'! 6/ একটি বিড়ালের প্রতিটি কানে ৩২টি করে মাংসপেশি রয়েছে। 7/ প্রত্যেক বছর ৫৬,০০০,০০০ খেলোয়াড় বেসবলের মেজর লীগে অংশ নেন।

8/ মাথা কাটা গেলেও একটি তেলাপোকা কয়েক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে। 9/ জিরাফ তার একুশ ইঞ্চি জিভটি দিয়ে নিজেরকান নিজেই পরিষ্কার করতে পারে। 10/ গোল্ডফিশের স্মৃতিশক্তির স্থায়িত্ব মাত্র ৩ সেকেন্ড। 11/ একটি সজারুর প্রতি মিনিটে গড়ে ৩০০ বারহৃদস্পন্দন ঘটে। 12/ হামিংবার্ডের ওজন একটি পয়সার চেয়েও কম।

13/ ইন্ডিয়ানার সাউথ বেন্ডে ধূমপানের অপরাধে বানরকে সাজা দেওয়া হয়েছিল। 14/ গর্ভবতী গোল্ডফিশকে 'টুইট' বলে ডাকা হয়। 15/ হাঙ্গর একমাত্র মাছ, যে কি-না দু'চোখেরই পলক ফেলতে পারে। 16/ প্রায় ৩০০০ বছর আগে অধিকাংশ মিসরীয় নাগরিকই মারা যেত ৩০ বছর বয়সে। 17/ ১৮৪৫ সালের ব্রিটিশ আইন অনুযায়ী আত্মহত্যার প্রচেষ্টাকে একটি বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

18/ আমেরিকায় প্রত্যেক বছর চিঠি আদান-প্রদান হয় ১৬৬,৮৭৫,০০০,০০০টি । 19/ প্রতি বছর আমেরিকায় ৮৫,০০০,০০০ টন কাগজ ব্যবহৃত হয়। 20/ ফড়িংয়ের আয়ু ২৪ ঘণ্টা। 21/ একজন পরিশ্রমী পূর্ণবয়স্ক ব্যক্তি প্রতিদিন ৪ গ্যালন সমপরিমাণ ঘামে। তবে সে বোঝার আগেই এর বেশিরভাগটুকু বাষ্প হয়ে মিলিয়ে যায়।

24/ জেলিফিশের শরীরের শতকরা ৯৫ ভাগই পানি। 25/ একটি জাম্বো জেট টেক অফ করার সময় ৪,০০০গ্যালন তেল খরচ করে। 26/ পৃথিবীতে প্রতিদিন গড়ে ১২টি নবজাতককেভুল মা-বাবার কাছে তুলে দেওয়া হয়। 27/ জন্মগ্রহণকালে নবজাতকের হাঁটুর হাড় থাকে না। ২-৬ বছর বয়সে এর অস্তিত্ব টের পাওয়া যায়।

বাবল গামে রাবার থাকে। 28/ বালুঝড় থেকে চোখকে রক্ষা করার জন্য উটেরতিনটি চোখের পাতা থাকে। 29/ কানাডা একটি ভারতীয় শব্দ, যার আভিধানিক অর্থ 'বড় গ্রাম'। 30/ বিড়াল তার গলার স্বর ব্যবহার করে প্রায় একশ' রকমের আওয়াজ করতে পারে। কিন্তু কুকুর পারে মাত্র দশটির মতো।

31/ পেঁয়াজ কাটার সময় চুইংগাম চিবালে চোখ দিয়ে পানি বের হবে না। 32/ সজারু জলে ভাসে। 33/ প্রাচীন মিসরীয়রা পাথরের তৈরি বালিশেঘুমাত। 34/ একজন মানুষ দিনে প্রায় পনেরো বার হাসে। 35/ একটি ইগুয়ানা টানা ২৮ মিনিট পানির নিচে থাকতে পারে।

36/ উটপাখির চোখের দৈর্ঘ্য এর মস্তিষ্কেরচেয়েও বড়। 37/ নিউইয়র্কে ক্যাথলিক গির্জার পর দ্বিতীয়সর্বোচ্চ জমির মালিক হলো কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। 38/ ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়। 39/ ফিনল্যান্ডে 'ডোনাল্ড ডাক' কমিকস্টিকে নিষিদ্ধ করা হয়েছিল, কারণ এই কার্টুন চরিত্রটি প্যান্ট পরত না! 40/ পূর্ণবয়স্ক মানুষ সারা জীবনে প্রায় ৬০,০০০ পাউন্ড খাবার খায়, যা ছয়টি হাতির ওজনের সমান। 41/ '১০১ ডালমেসিয়ান' ও 'পিটার প্যান'_ ডিজনিরএ দুটি কার্টুন চরিত্রেরই কেবল মা-বাবা দু'জনই আছে এবং শেষ পর্যন্ত তারা জীবিত থাকেন।

42/ নয় বছর বয়সে বিজ্ঞানী আইনস্টাইন নির্ভুলভাবে কথা বলতে পারতেন না; ফলে তার বাবা-মা তাকে প্রতিবন্ধী ভেবেছিলেন। 43/ চাহিবামাত্র স্বামী যদি কফি দিতে অস্বীকার করে তাহলে স্বামীকে তালাক দেওয়ারআইনি অধিকার রাখে সৌদি নারীরা। কইত্যাক্কা চুরি করছি জানতে চাইলে কুপদেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।