আমাদের কথা খুঁজে নিন

   

রাতের কবিতা ........

আমির হামজা. রাস্তার মোড়ে আজ দেখে এনু ভাই হাজার পতিতা করে হায় ! হায়! কেউ বলে খাই নি , কেউ বলে পাই নি নেয় ঘরে চাল , স্বামী মোর ফেরিওয়ালা তাসেতে মাতাল । কোন রাত কোথা থাকে নেয় তার ঠিক তবু যদি এসে দেখে .......... থালাতে নেয় ভাত সাথে সাথে দেয় লাথ , থালা ধরে ফিক আরও কত কথা মনে শত ব্যাথা, কে দেবে টাকা পেট মোর ফাকা । শুনে এই কথা তার মোর মোনও ব্যাথা পার কে নেবে এই ভার ................... ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।