আমাদের কথা খুঁজে নিন

   

IBM এর প্রথম সুপার কম্পিউটারের ৫ মেগা হার্ডডিস্কের ওজন ১ টনেরও বেশী!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ Did you know the first IBM 'SUPER' computer was released in September 1956 with a 5 MB hard disk drive that weighed over a ton? ঢাবির ফলিত পদার্থ্য বিভাগের অধ্যাপক ডঃ ফারুক আহমেদ যার কাছে এই অধম কম্পিউটারের ধারণা নেই সেই ১৯৯৮ সালে। স্যার আমাদেরকে বলেছেন যে উনি একমুখী বিদ্যুৎ প্রবাহ সেমি-কন্ডাক্টার(অর্ধ পরিবাহী) ভ্যাকুয়াম টিউবের প্রতি আগ্রহ দেখেই ফলিত পদার্থ বিদ্যায় পড়াশোনা করতে উৎসাহী হন। একটি ইলেকট্রনিক ভ্যাকুয়াম টিউব; এটা ১৯০৪ সালে ডঃ জন এমব্রোস ফ্লেমিং আবিস্কার করেন! বস্তুত এই ভ্যাকুয়াম টিউবের বিশাল আকৃতির জন্যই প্রাথমিক যূগের রেডিও, টিভি, কম্পিউটার সহ যাবতীয় ইলেকট্রনিক জিনিসের আকৃতি বিশাল হত। উদাহরণ স্বরুপ প্রথম বাণিজ্যিক কম্পিউটার UNIVAC I যার ওজন ছিল ১৩ টন এবং সেটা প্রায় ১০ হাজার বর্গফুট জায়গা দখল করেছিল ১৯৫১ সালে; Major physical features UNIVAC I used 5,200 vacuum tubes,[6] weighed 29,000 pounds (13 metric tons), consumed 125 kW, and could perform about 1,905 operations per second running on a 2.25 MHz clock. The Central Complex alone (i.e. the processor and memory unit) was 4.3 m by 2.4 m by 2.6 m high. The complete system occupied more than 35.5 m² of floor space. http://en.wikipedia.org/wiki/UNIVAC_I কিন্তু ১৯৪৮ সালে ডব্লিউ ব্রোটেন ও জে বার্ডিন মার্কিন বিখ্যাত বেল ল্যাব হতে ট্রাঞ্জিষ্টার আবিস্কার করলে ভ্যাকুয়াম টিউবের ব্যাবহার কমতে থাকে। কারণ ট্রাঞ্জিষ্টার ছিল ভ্যাকুয়াম টিউবের তুলনায় আকৃতিতে ছোট; ফলে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসের আকৃতি ছোট হয়ে আসে।

এরপর ১৯৫৮ সালে টেক্সাস ইন্সট্রুমেন্টের গবেষক জ্যাক কিলবি ইন্টিগ্রেটেড সার্কিট ICর আবিস্কার করেন। এই ইলেকট্রনিক্স ডিভাইসটি একই সাথে একাধিক ট্রাঞ্জিষ্টারের কাজ করতে পারত। পরে ১৯৬৫ সালে গর্ডন ই মুর ইলেকট্রনিক্স এর পরিবাহী নিয়ে একটি যূগান্তকারী তত্ত্ব দেন। তা এই; Moore's law is a rule of thumb in the history of computing hardware whereby the number of transistors that can be placed inexpensively on an integrated circuit doubles approximately every two years. The period often quoted as "18 months" is due to Intel executive David House, who predicted that period for a doubling in chip performance (being a combination of the effect of more transistors and their being faster). এই মুর সাহেব ইন্টেলের সিইও! ফলে যে আকৃতির IC প্রথমে ১০টি ট্রাঞ্জিষ্টরের কাজ করতে পারত সেটাকে এই তত্ত্বানুযায়ী ১৮ মাসের মাথায় ঐ একই আকৃতি ২০টির কাজ করতে পারবে। এভাবে SSI, MSI, LSI and VLSI আসে।

তারপর ULSI, WSI, SOC and 3D-IC! ১৯৯৮ সালে কম্পিউটারের উপর ১ বছরের ডিপ্লোমা করি তখন একটি ICর ক্ষমতা ছিল ৩৩ লক্ষ ট্রাঞ্জিষ্টরের সমান। এখন সর্বশেষ জানি একটি আইসি ৪ কোটিরও বেশী ট্রাঞ্জিষ্টরের কাজ করতে পারে। এর জন্যই বলে পৃথিবী ছোট হয়ে আসছে। এর কৃতিত্ব জ্যাক কিলবির। দুঃখের বিষয় হল উনার এই আবিস্কারের ৪২ বছর পর উনাকে ২০০০ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়।

অথচ ট্রাঞ্জিষ্টার আবিস্কারকারকদের ৯ বছরের মাথায় ১৯৫৭ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু জ্যাক কিলবির এই আবিস্কারের কাছে হাজার হাজার নোবেল পুরস্কারও অতি তুচ্ছ! কারণ ১৯৫৬ সালের সুপার কম্পিউটারের শক্তি এখনকার একটি স্মার্ট মোবইল ফোনের কাছে হাস্যকর! বিঃদ্র- যদি লেখায় কোন ভুল-ত্রুটি থাকে তা সংশোধন করা হবে! ধন্যবাদ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।