আমাদের কথা খুঁজে নিন

   

চে গুয়েভারার সেই বিখ্যাত ছবির আলোকচিত্রী!! (আলবেরট্টো করডা )

......... ##আলবেরট্টো করডা জন্ম হাভানা কিউবাতে ৯ সেপ্টেম্বর ১৯২৮!! ## বাবা রেলওয়ের কর্মচারী ছিলেন!! ## কিশোর বয়সে বিভিন্ন কাজের পাশাপাশি তিনি এক ফটোগ্রাফারের ব্যাক্তিগত সহকারি হিসাবে কাজ করতেন!! ##তিনি ১৯৫৯-১৯৬৮ সাল পর্যন্ত ফিদেল কাস্ত্রোর ব্যক্তিগত আলোকচিত্রী ছিলেন!! ## ৫ মে ১৯৬০ সালে তিনি চে গুয়েভারার একটি ছবি তুলেন যা সমগ্র বিশ্বব্যাপী বিখ্যাত হয় এবং এমনকি মেরিল্যান্ড ইনস্টিটিউট অফ আর্ট দ্বারা বিংশ শতাব্দীর বিখ্যাত চিত্র" বলিয়া গণ্য হয়েছে!! ## এই ছবির জন্য তিনি বিখ্যাত হলেও এই ছবির জন্য তিনি কখনো অর্থ চায়নি!! ##তার প্রথম স্ত্রী. Natalia Menendez কিউবার প্রথম ফ্যাশান নারী মডেল!! ## ১৯৯৮ সালে পোপ জন পল(২য়) যখন কিউবা পরিদর্শনে আসেন তখন তার একটি ছবি আলবেরট্টো করডা তুলেন!! এটি ছিলো তার শেষ বিখ্যাত কাজ!! ## ২০০০ সালে Smirnoff Vodka মদের বিজ্ঞাপনী প্রচারণে এবং সনি কম্পানি সিডি কভারে তার বিখ্যাত ছবি ব্যাবহারের কারনে তিনি মামলা করেন এবং মামলা জিতেন!! ## তিনি ২৫ শে মে ২০০০ এ প্যারিসে তার কাজের একটি প্রদর্শনী সময়ে মারা যান!! তার ঘনিষ্ঠ বন্ধু ফিদেল কাস্ত্রো তার অন্ত্যেষ্টিক্রিয়া সময় উপস্থিত ছিলেন!! এইবার আসুন আমরা তার বিখ্যাত কিছু ছবি দেখিঃ ১৯৫৯ ১৯৫৮ ১৯৫৮ ১৯৫৯ ১৯৫৯ ১৯৫৯ ১৯৫৯ ১৯৬০ ১৯৬০ ছবি তোলার সময় জানা যায় নাই!! ছবি তোলার সময় জানা যায় নাই!! ছবি তোলার সময় জানা যায় নাই!! ছবি তোলার সময় জানা যায় নাই!! ছবি তোলার সময় জানা যায় নাই!! **অনেক কষ্ট করে পোষ্টটি করেছি তাই ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন!!! **  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।