আমাদের কথা খুঁজে নিন

   

বই পড়ার side effect!

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। বই পড়ার মতো ভালো অভ্যাস আর হয় না, u know. কখনো কোথাও এর কোনো খারাপ দিকের কথা পাওয়া যায় না। কিন্তু আজ এই নগণ্য, বই পড়ার ১টি খারাপ দিক সম্বন্ধে বলতে চায়, যদিও এ নিয়ে আপনাদের প্রবল দ্বিমত থাকতে পারে, আবার কারো কারো কাছে হয়তো এই effectটি আকাঙ্ক্ষিতও হতে পারে! যাক গে, তা হল, বই পড়া আপনার মানসিক বার্ধক্যকে ত্বরান্বিত করে থাকে, কেননা বই পড়া আসলে ১ ধরণের indirect অভিজ্ঞতা অর্জন- অন্যের অভিজ্ঞতাকে অধ্যয়নের মাধ্যমে আহরণ করে নেয়া; আর অভিজ্ঞতা সর্বদা মানুষকে দক্ষ বিজ্ঞ প্রবীণ বৃদ্ধ করে তুলবেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।