আমাদের কথা খুঁজে নিন

   

অগ্নি-৫ এর পাল্লা ৫০০০ কিমি’র চাইতেও বেশি !

চীনা অভিজ্ঞ মহলের ধারণা অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের সফলতা ভারত কম করে দেখিয়েছে। অগ্নি -৫ ক্ষেপণাস্ত্র ৮০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ডু ওয়েনলং নামের এক চীনা বিশেষজ্ঞের এমনটা দাবি। ডুওয়েনলং চীনা সেনা বিজ্ঞান একাডেমী পিএলএ(PLA)’ এর একজন গবেষক। চীনের গ্লোবাল টাইম মিডিয়ার সাথে সাক্ষাতকারে তিনি এসব বলেন।

তিনি বলেন অগ্নি-৫ সত্যিকার অর্থে ৮০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করতে পারে। কিন্তু ভারত সরকার জেনেশুনেই এ তথ্য গোপন করেছে। কারণ এটি প্রকাশ করলে অনেক দেশের ঘুম হারাম হতে পারে। তাদের কে চিন্তামুক্ত রাখার জন্যই ভারত সফলতার পুরো তথ্য দিতে সুকৌশলে এড়িয়ে গেছে। উল্লেখ্য ভারত বৃহস্পতিবার অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।

এ সফলতা ভারতকে আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের কাতারে নিয়ে গেছে। এদিকে চীনের আরেক অধ্যাপক জাংজাওজং বলেন, চীন মনে করে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০০ কিলোমিটার উচিত। বর্তমানে চীন এই স্কেলের বিচারে এসবের মূল্যায়ন করে থাকে। বর্তমান মান ঠিক নয়। তিনি বলেন, হয়ত অল্প সময়তেই ভারত অগ্নি-৫ কে সেই দূরুত্বে নিয়ে যাবে।

এদিকে ভারতের বিজ্ঞানীরা অগ্নি-৫ কে খেলার মোড় ঘুড়িয়ে দেবার অস্ত্র হিসেবে দেখছে। তাদের দাবি অগ্নি-৫কে এমন ভাবে তৈরি করা হয়েছে যেটি দিয়ে অনেক গুলো কাজ এক সাথে করা যাবে। এটি দিয়ে কক্ষ পথের ঘূর্ণায়মান স্যাটেলাইটকে নিয়ে যাওয়া যাবে। আবার তাকে ধ্বংস করে দেওয়া যাবে। একাধিক যুদ্ধাস্ত্র বহতে সক্ষম এটি।

তাছাড়া শত্রু দেশ গুলো হতে উড়ে আসা আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দেবার মত ক্ষমতা একে দেয়া হয়েছে। এটি সহজে বহনযোগ্য। সাধারণ টাট্রা ট্রাকে করে একে যেকোনো জায়গা হতে ছোড়া যায়। সবকিছু চুড়ান্ত করার জন্য আরো কয়েকবার এ অস্ত্রের পরীক্ষা চালানো হবে। খবরের সূত্র এই লিংকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।