আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ডোরেমন: ৪

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ শাহবাগে এসে মাথা ঘুরে গেল ডোরেমনের। মাথা এতোটাই ঘুরল যে, মাথার উপর ঘুরতে থাকা পাখাটা থেমে গেলো। পড়তে পড়তে কোনও মতে পরিস্থিতি সামলে উঠলো রোবট বিড়াল। আর মাথার ঘুরবে বা না কেন? পাবলিক লাইব্রেরি আর চারুকলার সামনেই শাহবাগ থানা। চিত্রকলা বা পঠন-পাঠনের সঙ্গে পুলিশের যোগসূত্র মেলাতেই হিমসিম খাচ্ছে ডোরেমন।

আরেকটু সামনে এসেতো আরও অবাক! বঙ্গবন্ধু যে মাঠে ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন, সেই পার্কটির নাম এমন এক নেতার নামে যিনি ঠিকমতো বাংলাও বলতে পারতেন না। লোকে আবার সেটাকে ছবির হাট বলছে। দুপুর রোদে গাছের ছায়ায় ছাত্র-ছাত্রীদের গাঢ় প্রেম দেখে ডোরামির কথা মনে পড়ে গেলো ডেরেমনের। নীল মুখটা একটু লাল হয়ে উঠলো! এরমধ্যেই রাস্তায় ২০/২৫টা ছেলের একটা মিছিল। ট্রান্সলেটর গ্যাজেটের বদৌলতে ডোরেমন বুঝলো, পরীক্ষা পেছানোর দাবিতে মিছিল করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

হায় হায়! নবিতাতো এটা কল্পনাও করতে পারবে না! হঠাতই শুরু হলো গাড়ি-ভাঙচুর। যার গাড়ি ভাঙা হচ্ছে, সে জানেও না কার পরীক্ষা কে পেছাবে। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।