আমাদের কথা খুঁজে নিন

   

আই এম দা হাজবেন্ট অব হিলারি ক্লিনটন

আজ একটা গল্প শুনাব। ঠিক যেন শেষ বিকাল এর মত একবার জাপানের প্রেসিডেন্ট গেছেন আমেরিকায় বিল ক্লিনটনের সাথে দেখা করতে। কিন্তু সমস্যা হল জাপানের প্রেসিডেন্ট ইংরেজির ব্যাপারে কিঞ্চিৎ দুর্বল ছিলেন। তা তিনি এক পন্ডিতের কাছ থেকে ইংলিশ বিষয়ক বিশেষ ট্রেনিং নিলেন। পন্ডিতঃ দেখুন যখন বিল ক্লিনটন আপনার দিকে হাত বাড়িয়ে দেবে তখন হান্ডশেক করে জিজ্ঞাস করবেন How are you? জাপানের প্রেসিডেন্টঃ তারপর। পন্ডিতঃ প্রশ্নের উত্তর যখন উনি দেবেন তখন আপনাকে উনি একি প্রশ্ন জিজ্ঞাস করবেন তখন আপনি বলবেন same to you. জাপানের প্রেসিডেন্টঃ আরে ইংলিশ ভাষা ত অনেক সোজা। কোন ব্যাপারই না। পরদিন তিনি আমেরিকায় বিল ক্লিনটনের সাথে দেখা করতে গেলেন। বিল ক্লিনটনের সাথে দেখা হওয়ার পর জাপানের প্রেসিডেন্টঃ (হ্যান্ডশেক করার সময়) who এবং How এর মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে জিজ্ঞাস করলেন who are you? বিল ক্লিনটনঃ(কিছুটা বিস্মিত হয়ে) I am the Husband of Hillary Clinton. How are you? জাপানের প্রেসিডেন্টঃ same to you.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।