আমাদের কথা খুঁজে নিন

   

কলম্বিয়ায় যৌন কেলেঙ্কারি ফলোআপ : ২১ জন পতিতাকে নিয়ে হোটেলে ‘ফুর্তি' করেছেন ওবামার অগ্রবর্তী নিরাপত্তাকর্মীরা। এর দায়ে চাকরি হারাল মার্কিন সিক্রেট সার্ভিসের তিন সদস্য

যৌন কেলেঙ্কারির দায়ে মার্কিন সিক্রেট সার্ভিসের দুই সুপারভাইজারসহ তিন সদস্য চাকরি হারিয়েছেন। মার্কিন সিক্রেট সার্ভিসের সহকারি পরিচালক পল মরিসে জানিয়েছেন,যৌন কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার দায়ে একজন সুপারভাইজারকে বরখাস্ত করা হয়েছে,অপর জনকে অবসরে পাঠানো হয়েছে এবং জুনিয়র এক কর্মী পদত্যাগ করেছেন। কলম্বিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের আগে এসব কর্মকর্তা অগ্রবর্তী নিরাপত্তা দলের দায়িত্ব পালন করতে গিয়ে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। তখন তারা অন্ততঃ ২১ জন পতিতাকে নিয়ে হোটেলে ‘ফুর্তি' করেছেন। যদি মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তাকর্মীরা এভাবে দায়িত্ব ভুলে ভিন দেশে যৌনকর্মীদের নিয়ে মত্ত থাকে তবে তাদের হাতে পৃথিবীর শক্তিধর এ দেশটির প্রেসিডেন্টের নিরাপত্তা কোথায় ! এ কেলেঙ্কারির ফলে যে দুই সুপারভাইজার মার্কিন সিক্রেট সার্ভিস ত্যাগ করতে বাধ্য হচ্ছেন তাদের ২০ বছরের বেশি চাকরির অভিজ্ঞতা রয়েছে।

কলাম্বিয়ায় এ যৌন কেলেঙ্কারির ঘটনার বিস্তারিত বিবরণ এখনো জানা যায়নি। তবে নগ্ন নাচের জন্য নামকরা একটি দামি ক্লাবে মার্কিন গোয়েন্দা ও সেনা কর্মকর্তারা পার্টির আয়োজন করেছিল। কলম্বিয়ার বন্দর নগরী কার্থাজেনার একটি ক্লাবের দুই নারীকে ৬০ ডলারের বিনিময়ে হোটেল ক্লারিবিতেও নিয়ে যাওয়া হয়। এই ক্লাবে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা অবস্থান করছিল। পরের দিন সকালে ওই দুই নারীর একজন বাড়তি অর্থ দাবি করলে বিবাদের সূচনা হয় বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।

মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি জানিয়েছে,এ সময়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা গর্ব করে বলেছেন, তারা প্রেসিডেন্ট ওবামার নিরাপত্তা সঙ্গে জড়িত। এদিকে শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা বলেছেন, হোটেলে অন্তত ২০ নারীকে ‘ফুর্তি' করার জন্য নিয়ে গিয়েছিল গোয়েন্দা কর্মকর্তারা। এ যৌন কেলেঙ্কারি নিয়ে এখনো তদন্ত চলছে। # ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।