আমাদের কথা খুঁজে নিন

   

নিক ভয়জিচিক.....এরকম দৃঢ়চেতা হইতে কয়বার পয়দা হইতে হইবো?

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই! আমাগো দুই হাত পা আছে। মাথার উপর ঘিলু আছে। তাও মাঝে মাঝে শুনি পোলাপন ঘুমের ঔষুধ খায়, হতাশায় ড্রাগ নেয়! আমিও নিছিলাম। বোকা আছিলাম।

পুরাই ফাউল। অখন যখন ভাবি তখন এখনকার সময়ের সাথে আমার খুব পরিবর্তন হয় নাই। দুঃখ আগেও ছিলো, টেনশন আগেও ছিলো, আগেও কারনে অকারনে হাসতাম শয়তানি করতাম, অখনও করি। অখনও স্বপ্ন দেখি একদিন পাশ করুম, চাকুরীর জন্য ধুমাইয়া এপ্লাই করুম। দেশে একটা স্হির জীবন ফালাইয়া শূন্য হযাতে জীবনটা আবার রিস্টার্ট দিলাম, ঠিক তেমনি আবার শুরু করুম।

তখন আমি একলা ছিলাম, এখন পুরা একটা পরিবার। তারপরও হতাশা আসে! দেশে দেখলাম মানুষ কিভাবে মানুষের উপর চষে বেড়াচ্ছে। কিভাবে মানুষ হতাশায় নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে নষ্ট চেতনাগুলো আমাদেরকে জয় করছে, আর আমরা নিশ্চুপ ভাবে সব মেনে নিচ্ছি। একটা ভিডিও শেয়ার করি নিক ভয়জচিক।

এই লোকটা যখন জন্ম নেয় তখন তার হাত দুটো ছিলো না। ছিলো না বলতে পুরো কাধ থেকে হাত দুটো গায়েব। পা বলতে দু পাশে দুটো ছোট মাংশের সাথে দুটো আঙ্গুল লেগে আছে! ওর মা বাবা ভড়কে যায় কি করবে! রোগটা খুবই বিরল নাম: টেট্রা এমেলিয়া সিনড্রোম! পুরো শিশুটি সুস্হ ছিলো। যখন ৭ হলো তখন ওর মনে হতে লাগলো ও জীবনে সুস্হ মানুষের মতো জীবন ধারন করতে পারবে না, বিয়ে করতে পারবে না। মানসিকভাবে সুস্হ থাকা সত্বেও ওকে ভিক্টোরিয়া এলাকার কোনো স্কুলে এডমিশন দেয় নি ওখানকার আইনের কারনে।

যখন আইন পরিবর্তন হলো তখন স্কুলে যাওয়া শুরু করলে ক্লাসমেটদের টিটকারীর কারনে খুবই হতাশ হয়ে পড়ে। যখন বয়স ৮ তখন একবার আত্মহত্যার চেষ্টা করে। মরেনি। প্রতি রাতে প্রার্থনা করতো ওর হাত পা যেনো গজিয়ে যায়, তাও গজায় নি। একদিন ওর মা পত্রিকার একটা নিউজ দেখায় যেখানে ওর মতোই অক্ষম বৃদ্ধ তার জীবনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে! ও তখন ভাবতে থাকে ও একা নয়।

ওর মতো আরো অনেক আছে। ও তখন থেকেই যুদ্ধ শুরু করে নিজের অক্ষমতাকে জয় করার। তারপর জীবনটা পাল্টাতে থাকলো। ১৭ বছর বয়সে নিজের একটা অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তুললো নাম হলো Life Without Limbs । ১২ই ফেব্রুয়ারী ২০১২ তে ও বিয়ে করে কেনায়ি মিয়াহারাকে! আজকে সে হাজার মানুষের হাসি ফুটিয়ে বেড়ায় যারা বিভিন্ন ডিপ্রেশনে ভুগে অথবা জীবনে পরাজিত হয়ে যায়! একটা ডায়লগ খুব সুন্দর ওর: When i was 8 years old i sort of summed up my life i thought of i will never gonna get married..... you know .....i am not gonna have a job.... you know.... i am not gonna have a life of purpose...what kind of a husband am i gonna be...how can i be hold my wofe’s hand...it’s a lie to think you are not good enuogh, it’s a lie to think that you are not worth anything... Live life!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।